ব্রিটিশ সাম্রাজ্য পদকে সম্মানিত রিয়েল কাশ্মীর এফসির কোচ রবার্টসন

0
34

খাস খবর ডেস্ক: আই-লিগের দল রিয়েল কাশ্মীর এফসির (আরকেএফসি) কোচ ডেভিড আলেকজান্ডার রবার্টসনকে জম্মু-কাশ্মীরের উপত্যকা অঞ্চলে ফুটবল প্রচারের পাশাপাশি ব্রিটেন-ভারত সম্পর্ক জোরদার করার অবদানের জন্য ‘ব্রিটিশ সাম্রাজ্য পদক (বিইএম) সম্মানে ভূষিত করা হয়েছে। রবার্টসন তাঁর এই সম্মানের কৃতিত্ব দিয়েছেন কাশ্মীরের জনগণ এবং তাঁর দলকে। মহারাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত একটি তালিকা অনুসারে এই সম্মান দেওয়া হয়েছে রবার্টসনকে।

ব্রিটিশ সাম্রাজ্য পদকে (বিইএম) ভারতের কাশ্মীর ও ব্রিটেন-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাবের ডিরেক্টরকে এই সম্মান দেওয়া হয়েছিল। ব্রিটিশ সরকার শনিবার তাদের সরকারী জন্মদিন উপলক্ষ্যে পুরষ্কার ঘোষণা করেছে। রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাবের কোচ ৫২ বছর বয়সী রবার্টসন স্থানীয় জনগণের সেবার জন্য ব্রিটিশ সাম্রাজ্য পদক (বিইএম) পেয়েছেন।

- Advertisement -

আধিকারিক সূচীতে বলা হয়েছে, “এই পুরষ্কারটি জানুয়ারী ২০১৭ সাল থেকে আরকেএফসি-র প্রধান কোচ হিসাবে কাজ করা রবার্টসনের অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর নেতৃত্বে আই-লিগে দলের অভিষেক। দলটি এই স্তরে প্রথমবারের মতো খেলছিল।” রবার্টসন বলেছেন যে, “কাশ্মীরে তার কাজের জন্য সম্মানিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই মুহূর্তটি উপভোগ করছেন। সেখানে কাজ করা এবং অনেক সুন্দর জনগণের সাথে সাক্ষাত করা সত্যই আনন্দের বিষয়। আমি কাশ্মীরকে আমার দ্বিতীয় বাড়ি বলে বিবেচনা করি।”

উল্লেখ্য, স্নো লিপার্ডস হিসাবে পরিচিত রিয়েল কাশ্মীর দলটি গত বছর আইএফএ শিল্ড টুর্নামেন্ট জিতেছে, যা এই ক্লাব গঠনের পর থেকে বৃহত্তম সাফল্য। বিবিসি স্কটল্যান্ড যখন দলটি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিল তখন ক্লাবটি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছিল। এর নাম ছিল ‘রিটার্ন টু রিয়েল কাশ্মীর এফসি’।