ক্রিকেটীয় স্পিরিটের জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডে-নাইট টেস্টে অভূতপূর্বভাবে মাঠ ছাড়লেন পুনম

0
58

খাস খবর ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম প্রমীলা ভারতীয় হিসেবে শতরান করেছেন স্মৃতি মান্ধানা। কিন্তু কুইন্সল্যান্ডের কারারারা ওভালে সকলের হৃদয় জিতে নিলেন পুনম রাউত। সৌজন্যে ক্রিকেটের স্পিরিট রক্ষার্থে তাঁর অভূতপূর্ব সিদ্ধান্ত।

কোন সিদ্ধান্ত? শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে ৩৬ রানে ব্যাট করছিলেন পুনম। ভারতীয় ইনিংসের ৮১তম ওভার। ঠিক সেই সময় সোফি মলিনিয়াক্সের বলে উইকেটকিপার অ্যালিসা হিলিকে ক্যাচ দেন।

- Advertisement -

আরও পড়ুন: কে হবেন বার্সার নতুন প্রশিক্ষক, ভেসে উঠছে আর্জেন্তিনীয় গ্যালার্দোর নাম

এরপর খুব যে জোরালো আবেদন হয়েছিল, তা বলা যাবে না। ফলে আঙুল তোলেননি আম্পায়ার। অস্ট্রেলিয়াও নিশ্চিত ছিল না। তাই তারা ডিআরএস চায়নি। কিন্তু তখনই মাঠে উপস্থিত সকলকে আশ্চর্য করে দেন পুনম। তিনি বুঝতে পেরেছিলেন, আম্পায়ার ফিলিপ গিলেসপির সিদ্ধান্ত ভুল। বল সত্যিই তাঁর ব্যাট ছুঁয়ে গিয়েছে। তাই আম্পায়ারের সিদ্ধান্তের তোয়াক্কা না করে সাজঘরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এদিন ঘটনাটির ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। দিকে দিকে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পুনমকে। এমনকি পুনম আউট হয়ে ফিরে যাওয়ার সময় স্টাম্প মাইকে ভেসে ওঠে অজি ওপেনার বেথ মুনির একটি মন্তব্য।

মুনিকে বলতে শোনা যায়, “আমি হলে কখনওই এভাবে ক্রিজ ছাড়তাম না।” ব্যখ্যা দেন,”আম্পায়ের সিদ্ধান্ত আমার পক্ষে যেতেই পারে। তাতে আমার কী দায়?” বাস্তবিকই কোনো দায় থাকে না ব্যাটারের। বিশেষ করে পুনমের কান্ডটি যখন ঘটে, তখন ভারতের স্কোর ২ উইকেটে ২১৭। সেখান থেকে দিনের শেষে ৫ উইকেট খুইয়ে ফেলেছে দল। রান মাত্র ২৭৬।

আরও পড়ুন: যা করছেন নিয়ম মেনেই করেছেন, নিজের হয়ে সাফাই গাইলেন অশ্বিন

তবু দু’দিন আগেই ক্রিকেটের স্পিরিট ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট। আইপিএলে নাইটদের বিরুদ্ধে রবি অশ্বিনের স্পিরিটের বিরুদ্ধে গিয়ে রান নেওয়াকে দুষছেন একাধিক বিশেষজ্ঞ। এ অবস্থায় পুনমের ঘটনা ভারতীয় ক্রিকেটের পালে একটু হাওয়া দেবে, তা বলাই বাহুল্য।