কে হবেন বার্সার নতুন প্রশিক্ষক, ভেসে উঠছে আর্জেন্তিনীয় গ্যালার্দোর নাম

0
38

খাস খবর ডেস্ক: রোনাল্ড কোম্যান যে আর বার্সেলোনার কোচ থাকছেনা, এ ব্যাপারটা মোটামুটি পাকা। তাহলে কে হতে চলেছেন বার্সার নয়া কোচ‌? একাধিক নাম ভেসে উঠেছে। তার মধ্যে অন্যতম আর্জেন্তিনার মার্সেলো গ্যালার্দো। যিনি এ মুহূর্তে তাঁরই দেশের রিভার প্লেটের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলি দাবি, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে বার্সা কর্তৃপক্ষ থেকে।

আরও পড়ুন: যা করছেন নিয়ম মেনেই করেছেন, নিজের হয়ে সাফাই গাইলেন অশ্বিন

- Advertisement -

প্রসঙ্গত, এই প্রথম নয়। ইতিপূর্বে আর্নেস্তো ভলভার্দেকে ছাঁটাই করার পরও গ্যালার্দোকে চেয়েছিল ন্যু ক্যাম্প। কিন্তু সেসময় গ্যালার্দোই রাজি হননি। জানা গিয়েছে, হয়তো এবারেও রিভার প্লেটকে ছেড়ে আসতে চাইবেন না গ্যালার্দো। কারণ ম্যানেজার হিসেবে ওই ক্লাবে তাঁর রেকর্ড বেশ উজ্জ্বল। লাতিন আমেরিকার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা “কোপা লিবার্তাদোরেস”। রিভার প্লেটের ম্যানেজার হিসেবে দুবার জিতে নিয়েছেন সেই ট্রফি।

যদিও রিভার প্লেটের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আর কোনও বাধা থাকছে না। তখন স্বচ্ছন্দে বার্সায় যোগ দিতে পারেন গ্যালার্দো। তবে মুশকিল হল, রিভার প্লেটের সঙ্গে তাদের ম্যানেজারের চুক্তি এ বছরের শেষদিন অবধি। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর। ততদিন বার্সা অপেক্ষা করবে কী‍?

আরও পড়ুন: বিয়ে অবৈধ প্রমাণিত, জেলের লপসি খেতে পারেন বাংলাদেশী ক্রিকেটার

গ্যালার্দো ছাড়াও হাওয়ায় ভাসছে আরও দুটি নাম। জাভি হার্নান্দেজ এবং রবের্তো মার্তিনেজ। এদের মধ্যে জাভি বার্সেলোনার প্রাক্তনী ছাড়াও যথেষ্ট সফল ম্যানেজার। এ মুহূর্তে তিনি রয়েছেন কাতারের আল-সাদ ক্লাবের সঙ্গে। কিন্তু ন্যু ক্যাম্প চাইলে যে কোনও সময় আল-সাদকে ছাড়তে রাজি তিনি।

বলাই বাহুল্য, এ অবস্থায় পাল্লাটা জাভির দিকেই ঝুঁকে। যদিও জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না। বিশেষ করে, কোম্যানের পরে এখন এমন কাউকে বার্সার দরকার, যিনি ভেঙে পড়া দলটিকে ফের একসূত্রে গাঁথতে পারবেন। এ অবস্থায় গ্যালার্দোর সাফল্যে চোখ ট্যারাচ্ছে তাদের। সব মিলিয়ে হাওয়া কোনদিন বয়, এবারে সেটাই দেখার।