জীবিত অবস্থাতেই মড়ার খাটে ‘বং গাই’ ওরফে কিরণ

0
77

কলকাতা: কথায় বলে “সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়”। হঠাৎ সময় নিয়ে কথা উঠল কেন? কারণ সদ্য মুক্তি পেয়েছে একটি ওয়েব সিরিজের টিজার। সেখানেই রয়েছে এই সময়ের কথা। যা খুবই মূল্যবান। একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না।

সেই সিরিজের নাম ‘টাইম আপ’। কনফিউজড বক্স প্রযোজিত ও অরিজিৎ সরকার পরিচালিত এই সিরিজ।  যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত ও শ্রেয়া ভট্টাচার্য। তাছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করছেন আরজে সায়ন ও অমিত সাহা।

- Advertisement -

আরও পড়ুন: কনফিউজড পিকচারের নতুন ওয়েব সিরিজে কিরণ দত্ত- আড্ডায় কিরণ অরিজিৎ আরব

সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘টুম্পা সোনা’ খ্যাত আরব দে। এর টিজারেই কিরণকে দেখা যাচ্ছে সাধারণ এক ছেলের চরিত্রে। বিপরীতে একদম সাদামাঠা লুকে বেশ মানিয়েছে অভিনেত্রী শ্রেয়াকে। তবে টিজারের শুরুতেই রয়েছে এক বিশেষ চমক।

 যেখানে জ্যান্ত অবস্থায় মড়ার খাটে করে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিরণকে। আর তারপর‌ই প্রাণপণে কিরণ ছুটে চলেছেন সায়নের পিছনে। তাঁর হাতে রয়েছে বড়ো গোল একটি ঘড়ি। টিজার দেখে বোঝাই যাচ্ছে প্রেম, অ্যাকশন, থ্রিলার সব কিছুর মিশেল এই সিরিজ।

উল্লেখ্য, কোনও ওটিটি প্লাটফর্মে নয় ইউটিউবেই মুক্তি পাবে এই সিরিজ‌। এই প্রোডাকশন হাউজের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হল ‘রেস্ট ইন প্রেম’। কিছুদিন আগেই যা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। অন্যদিকে এটি কিরণের প্রথম ওয়েব সিরিজ। এখন এটাই দেখার বিষয় অন্যদের সিনেমা নিয়ে সমালোচনা করা ইউটিউবার নিজের কাজের কতটা সমালোচনা করেন।