অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রদর্শনে প্রশংসিত হচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী, জানুন কারণ

0
34

খাস খবর ডেস্ক: ভারতীয় হকি দল টোকিও অলিম্পিকে তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছে। পুরুষদের হকি দল হোক বা মহিলা, দুই দলই এই অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করেছে। ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই অলিম্পিকের সেমিফাইনালে উঠেছে। পুরুষ দল সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক জেতার আশা রয়েছে। অন্যদিকে অলিম্পিকের ইতিহাসে এই প্রথম ভারতের মহিলা দল সেমিফাইনালে উঠেছে।

অলিম্পিকে হকি দল সেমিফাইনালে ওঠার পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় ছিলেন। তবে কি এর কারণ? সাধারণত বড় কর্পোরেটরা ক্রীড়ার এই বড় ইভেন্টে দলগুলিকে স্পনসর করে, কিন্তু ভারতীয় হকির ক্ষেত্রে তেমনটা হয় না। আসলে ওড়িশা সরকার নিজেই ভারতীয় হকি দলের স্পনসর করছে, কোনও বড় কোম্পানি বা কর্পোরেট সংস্থা নয়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন। আসলে যখন ভারতীয় হকি দলের আর্থিক সহায়তার প্রয়োজন ছিল তখন ওড়িশা সরকার তাদের পাশে দাঁড়িয়েছিল।

- Advertisement -

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে লাল কেল্লায় বিশেষ অতিথি দেশের অলিম্পিয়ানরা, আমন্ত্রণ পাঠাবেন মোদী

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও তার স্কুল জীবনে হকির গোলকিপার ছিলেন। আজ ওড়িশা সরকারের স্পনসরশিপে ভারতীয় হকি দল তাদের শক্তিশালী প্রদর্শন দেখিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। উল্লেখ্য, ওড়িশা দেশের প্রথম রাজ্য যারা ভারতীয় হকি দলের স্পনসর। ওড়িশা সরকারের আগে সাহারা ভারত হকি দলের স্পনসর করেছিল, কিন্তু ২০১৮ সালে সাহারা সরকারী স্পনসর প্রত্যাহার করে নেয়। যেখানে ভারতে ক্রিকেট নিয়ে ব্যস্ত, সেখানে ওড়িশা সরকার ভারতীয় হকি দলকে সাহায্য করেছিল।