আজ শুরু ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, নজরে যে ৫ ভারতীয়

0
34

খাস খবর ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে বিরাট কোহলির ভারত। এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ায় কঠিন সিরিজ জিতেছিল ভারতীয় দল। তারপরে অ্যান্ডারসন, ব্রডদের বিরুদ্ধে তাঁদেরই পরিবেশে কঠিন পরীক্ষা হতে চলেছে তাদের৷ তবে ভারতের কাছেও ম্যাচ উইনার কম নেই। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, ভারতের ১১জন খেলোয়াড়ের প্রত্যেকেই নিজের দিনে ম্যাচ জেতাতে সক্ষম৷

তবু ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচজনের কথা বলা যায়, যাঁরা এই সিরিজে ইংল্যান্ডের ত্রাস হয়ে উঠতে পারেন৷

- Advertisement -

১. রোহিত শর্মা: তালিকার শুরুতেই এই নাম দেখে চমকে যেতেই পারেন আপনি। তবে এ কথা অস্বীকার করা যায় না যে,এই মুহূর্তে টেস্ট ক্রিকেটেও অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুর দিকে দুরন্ত কিছু শট খেলেছিলেন রোহিত। ইংরেজদের বিপক্ষে উইকেট ছুঁড়ে দিয়ে না আসলে রানের বন্যা দেখা যেতে পারে তাঁর ব্যাট থেকে৷ এর আগে কখনও ইংল্যান্ডের পরিবেশে ডিউকস বলে ওপেনিং করেননি রোহিত৷ শুরুর দিকে ব্রড অ্যান্ডারসনকে সামলে নিতে পারলে হিটম্যানকে আটকায় কে।

২. ঋষভ পান্থ : ধারাবাহিকতার চুড়ান্ত অভাব, স্যুইং খেলতে পারেন না। সমালোচকরা এই কথাগুলি পন্থকে নিয়ে বলতেই পারেন। তবে ২০১৮ সালে ওভালে দিল্লির তরুণের শতরানের ইনিংস ভোলার মতো নয়। সেবার স্যাম কারান, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের সামলেই ঝোড়ো ১১৪ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। তখন অধিকাংশ শটই লেগ সাইডে খেলতেন পন্থ৷ পেসারদের বিরুদ্ধে ড্রাইভ করতে সাহস পেতেন না। তবে এই ক’বছরে বেশ অনেকটাই বদলে গিয়েছেন তিনি৷ কাট, পুলের পাশাপাশি ড্রাইভও এনেছেন নিজের অস্ত্রভাণ্ডারে৷ কাজেই ইংল্যান্ডের বোলারদের এবারও বেশ চিন্তাতেই রাখছেন পন্থ।

আরও পড়ুন, অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রদর্শনে প্রশংসিত হচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী, জানুন কারণ

৩. মহম্মদ শামি : হ্যাঁ, ঠিকই পড়ছেন। মহম্মদ শামি রয়েছেন এই তালিকায়। যশপ্রীত বুমরাহের চেয়েও ইংল্যান্ডের পরিবেশে বেশি কার্যকর হতে পারে তাঁর বোলিং। কেন? খুব সহজ উত্তর। গত কয়েকবছরে শামির বোলিং লক্ষ্য করলেই বোঝা যাবে, সিম পোজিশনে কতটা বদল এনেছেন তিনি। নিয়মিত ১৪০কিমির বেশি গতিতে তাঁর ইনস্যুইং, আউটস্যুইং খেলতে সমস্যায় পড়ছেন ব্যাটসম্যানরা। বোলিংয়ের ভিডিও দেখলে বোঝা যায়, জসপ্রীত বুমরার বোলিং তাঁর অ্যাকশন নির্ভর৷ অর্থাৎ হাওয়ায় স্যুইং করার সম্ভাববা সেখানে খুব কম। কিন্তু শামি তা নন। হাওয়ায় বল স্যুইং করাতে পারেন ইচ্ছামতো৷

আরও পড়ুন, ইংরেজদের বিরুদ্ধে তাড়াহুড়ো নয়, টসের সময়ই জানা যাবে চুড়ান্ত একাদশ


৪. কে এল রাহুল : অনেক চিন্তাভাবনা করেই এই নামটিকে তালিকায় রাখা। ২০১৮ সালের অস্ট্রেলিয়া সিরিজটি অভিশপ্ত ছিল তাঁর জন্য৷ রান পাননি, বলে বলে আউট করেছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা। তবে তারপর থেকেই খেলায় আমুল বদল এনেছেন রাহুল। টেস্ট দলে সুযোগ পাননি ঠিকই। তবে কিছুদিন আগেই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। কে এল যে ধরনের খেলোয়াড়, তিনি সহজে উইকেট ছুঁড়ে দিয়ে আসবেন না। এ সহজেই অনুমেয়। যদি প্রত্যাশার চাপ সামলে নিতে পারেন। তাহলে ইংল্যান্ডের বোলারদের কড়া পরীক্ষা হতে চলেছে তাঁর সামনে।

৫. বিরাট কোহলি : ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে গোলাপী বলের টেস্টে শেষবার আকাশে ব্যাট-হেলমেট তোলার সুযোগ পেয়েছিলেন বিরাট। তারপর থেকে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরির অপেক্ষায় আসমুদ্রহিমাচল। ইদানীং বিরাট ফর্মেও নেই দলের অধিনায়ক। তবু তিনি বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান বলে কথা৷ তিনি রান পেলে গোটা দলের চালচলনই বদলে যায়। সিরিজ জিততে তাঁর দিকে তাকিয়ে থাকতেই হবে গোটাদেশকে।