মীরাবাঈ -ই অনুপ্রেরণা, বলছেন সোনাজয়ী পাকিস্তানি ভারোত্তোলক

0
26

স্পোর্টস ডেস্ক: ভারতীয় সুপারস্টার মীরাবাঈ চানু এই বছরের কমনওয়েলথ গেমসেও সাফল্য পেয়েছেন। সেই সাফল্যে অবশ্য তিনি আত্মতুষ্টিতে ভুগছেন না। বরং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের খেলোয়াড়কে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। পাকিস্তানের খেলোয়াড় মহম্মদ নোয়া দস্তগীর বাটকে অভিনন্দন জানিয়েছেন মীরাবাঈ চানু। অলিম্পিক পদকজয়ী চানু ভারোত্তোলকদের জন্য শুধু ভারতেই নয়, প্রতিবেশী দেশের কাছেও একজন রোল মডেল।

মহম্মদ নোয়া দস্তগীর বাট কমনওয়েলথ গেমস ২০২২ -এ পুরুষদের ১০৯ কেজি প্লাস বিভাগে ৪০৬ কেজি তুলে স্বর্ণপদক জিতেছিলেন। এই জয়ের পর পাক খেলোয়াড় বলেছেন, “এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত ছিল যখন তিনি (মীরাবাঈ চানু) আমাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং আমার পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন।” ২৪ বছর বয়সী তরুণ পাকিস্তানি খেলোয়াড় তিনটি ম্যাচেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি স্ন্যাচে ১৭৩ কেনি, ক্লিন অ্যান্ড জার্কে ২৩২, মোট ৪০৫ কেজি তুললেন।

- Advertisement -

আরও পড়ুন: দীনেশ কার্তিকের কারণেই ওপেনার হয়েছিলেন Rohit Sharma

“আমরা অনুপ্রেরণার জন্য মীরাবাঈয়ের দিকে তাকিয়ে আছি। তিনি আমাদের দেখিয়েছেন যে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে এসেও অলিম্পিক পদক জিততে পারি। টোকিও অলিম্পিকে যখন তিনি রৌপ্য পদক জিতেছিলেন তখন আমরা তাকে নিয়ে খুব গর্বিত ছিলাম”, বলেছেন মহম্মদ। ভারতের গুরদীপ সিং একই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং বাট ভারতীয়কে তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন বলে মনে করেন। বাট বলেন, “আমরা গত সাত-আট বছর ধরে খুব ভালো বন্ধু ছিলাম। আমরা বিদেশে বেশ কয়েকবার একসঙ্গে প্রশিক্ষণ নিয়েছি। আমরা সব সময় যোগাযোগ রাখি।”

আরও পড়ুন: Hima Das : সেমিফাইনালে আরও কঠিন লড়াই হিমার

বাট আরও বলেছেন যে তার জন্য এই ম্যাচটি ভারত বনাম পাকিস্তান নয়। তারা শুধু তাদের সেরাটা দিতে চেয়েছিল। “এটা এমন ছিল না যে আমি ভারতের কোনও লিফটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি শুধু আমার সেরাটা দিতে চেয়েছিলাম এবং এখানে জিততে চেয়েছিলাম।” মহম্মদ নোয়া দস্তগীর বাট দুইবার ভারতে এসেছেন। ভারত সফরের স্মৃতি তার মনে সব সময় থাকবে। ২০১৫ এবং ২০১৬ সালে তিনি ভারতে টুর্নামেন্ট খেলতে এসেছিলেন।