রিয়ালের La Liga জয়ের কারিগর কোচ আনসেলোত্তির লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স লিগ

0
42
La Liga: Real Madrid won a record 35th title in the Spanish league

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অসামান্য পারফর্ম্যান্স। শনিবার এস্পানিয়লকে ৪-০ গোলে হারিয়ে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রেকর্ড ৩৫ তম শিরোপা জিতে আধিপত্য অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষ হওয়ার পরেও সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে খেলোয়াড় ও কোচরা এই জয় সেলিব্রেট করতে থাকে। এরপর হোটেলে ফিরেও হয় ব্যাপক সেলিব্রেশন।

এই জয়ের বেশিরভাগ কৃতিত্বই কোচ কার্লো আনসেলোত্তির। ইতালীয় এই কোচ দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছেন দলকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, “রিয়াল মাদ্রিদে থেকে যাওয়া সহজ যদি আপনি জেতেন। এটা কোনও রহস্য নয়, আপনাকে জিততেই হবে। আমি রিয়াল মাদ্রিদে নিজের সময় উপভোগ করছি।” বুধবার একই মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের পর তিনি ৩-৪ ব্যবধানে পিছিয়ে রয়েছে দল।

- Advertisement -

আরও পড়ুন: PSL -এর রেকর্ড এখন IPL -এ, বাবর আজমকে অনুসরণ রোহিতের

কঠিন ম্যাচ সম্পর্কে কোচ আনসেলোত্তি বলেছেন, “আমরা ফোকাসড, এবং কামব্যাকে ফিরে আসার আশায় রয়েছি। আমার মনে হয় আমাদের মানসিক অবস্থা খুবই ভালো রয়েছে। আমরা জানি এটি খুব কঠিন একটি ম্যাচ হবে, যেমনটা চ্যাম্পিয়ন্স লিগে হয়েই থাকে।” এস্পানিয়লের বিপক্ষে জয় রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় স্থানে থাকা সেভিলার থেকে ১৭ পয়েন্টের লিড দিয়েছে। শুক্রবার ক্যাডিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেভিলা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এখন আর মাত্র চার রাউন্ডের ম্যাচ বাকি এবং অন্য কোনও দল রিয়াল মাদ্রিদের সঙ্গে তাল মেলাতে পারবে না।