IPL 2022 Schedule : প্রকাশিত সূচী, প্রথম ম্যাচেই মাঠে নামছে নাইটরা

0
82
IPL matches will be seen here, media rights for the next 5 years have been announced

স্পোর্টস ডেস্ক: অপেক্ষার অবসান, প্রকাশিত হল আইপিএল ২০২২ সূচী (IPL 2022 Schedule)। বিসিসিআই সম্প্রতি টুর্নামেন্ট শুরুর তারিখ সহ স্থান ঘোষণা করেছিল। এবার আইপিএল ২০২২ এর সূচী (IPL 2022 Schedule) প্রকাশও করল বোর্ড। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২২ এর প্রথম ম্যাচটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে। এবারের টুর্নামেন্টে ৮টির পরিবর্তে ১০ টি দল খেলবে। নয়া দল হিসেবে নজরে থাকবে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

আইপিএল ২০২২ মরশুমে ১০ টি দলকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। তবে তা সত্ত্বেও, প্রতিটি দল আগের মতো ১৪ টি ম্যাচ খেলবে। মুম্বই এবং পুনেতে যথাক্রমে ৫৫ টি এবং ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্র সরকার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমএইচসিএ) আইপিএল ২০২২ -এর জন্য স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: মোহালিতে কপিল দেবের রেকর্ড ভাঙলেন Ashwin

মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসকে গ্রুপ -এ -তে রাখা হয়েছে। অন্যদিকে গ্রুপ -বি -তে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস। সমস্ত দল আগামী ১৪ মার্চ থেকে তাদের অনুশীলন শুরু করতে পারবে। এ জন্য পাঁচটি স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে দলগুলো অনুশীলন করবে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020