দায়িত্বহীন শাসক-বিরোধী, ‘দৃশ্য দূষণ’ রোধে উদ্যোগী নির্দল কাউন্সিলর

0
99

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: পুরভোট শেষ, কার্যত বিরোধীকে ব্যাকফুটে ফেলে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবুও ‘দৃশ্য দূষণে’র হাত থেকে রক্ষা নেই বাঁকুড়া শহরের। শুধু বাঁকুড়া নয়, শহর তথা মফঃসল ও পঞ্চায়েত এলাকাতেও একই চিত্র। প্রচার শেষ, ভোট শেষ, ফলপ্রকাশ শেষ, তাও চোখে পড়ছে পোস্টার। কোথাও ঝুলছে দলীয় পতাকা। শাসক তৃণমূল থেকে বিরোধী সিপিআইএম-বিজেপি কেউই এখনও পর্যন্ত নিজেদের দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার খুলে ফেলতে উদ্যোগ নেয়নি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র মাচানতলা থেকে অলিগলি সর্বত্র এক ছবি। ফলে রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে যখন এই অভিযোগ তখন নজির সৃষ্টি করলেন বাঁকুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়াল। তিনি উদ্যোগী হয়ে ইতিমধ্যে এলাকার ব্যানার ফেস্টুন খুলে ফেলার পাশাপাশি দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: Punjab Election Exclusive: বিজেপির সঙ্গে জোটে কী লাভবান হবেন, নজরে ক্যাপ্টেন অমরিন্দর সিং

দিলীপ আগরওয়ালের কথায়, “ভোট শেষে এই সব খুলে ফেলা আমাদের দায়িত্ব। আর সেই কাজ তারা ইতিমধ্যে শুরু হয়েছে।” বাঁকুড়া জেলা শহর তৃণমূল সভাপতি সিন্টু রজকের দাবি, দলীয় ব্যানার ফেস্টুন খোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি সব ব্যানার ফেস্টুন দু-এক দিনের মধ্যে খুলে ফেলা হবে বলে তিনি দাবি করেন। শহরবাসী বিপ্রদাস মিদ্যার স্পষ্ট অভিযোগ, “ক’দিন আগেই ভোট শেষ হয়েছে। এবার অন্তত রাজনৈতিক দল গুলির তরফে শহরের মানুষকে দৃশ্য দূষণের হাত থেকে রেহাই দেওয়া উচিত ছিল।” গলি থেকে রাজপথ এক ছবি। কোন রাজনৈতিক দলই পোষ্টার ব্যানার খোলার ব্যাপারে সদিচ্ছা দেখায়নি বলে তাঁর অভিযোগ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020