তামিল রীতিতে বিয়ের পর ‘চেন্নাইয়ের জামাই’-কে শুভেচ্ছা জানাল CSK

0
146
IPL 2022: Glenn Maxwell marries again in Tamil customs, Chennai Super Kings make a funny comment

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তামিল রীতি মেনে বিয়ে সেরে ফেললেন। বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামন ও অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা ম্যাক্সওয়েল ২০১৭ সাল থেকে ভিনি রামনের সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনেই আগেই খ্রিস্টান ধর্ম মেনে বিয়ে করলেও এবার তামিল রীতি মেনে বিয়ে করলেন। শুভেচ্ছা জানিয়েছেন সিএসকে (CSK)। সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের হলদি অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

যেখানে ভিনিকে সবুজ এবং কমলা শাড়ি পরে দেখা যাচ্ছে। ম্যাক্সওয়েলকে একেবারে ভারতীয় পোশাক কুর্তায় দেখা গিয়েছে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) ম্যাক্সওয়েলকে অভিনন্দন জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সওয়েল এবং ভিনির ছবি শেয়ার করে সিএসকে (CSK) লিখেছে, “ম্যাক্সওয়েল চেন্নাইয়ের জামাই, বিয়ের জন্য শুভকামনা। আপনার নতুন পার্টনারশিপ।”

আরও পড়ুন: নাইটদের কড়া জবাব, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে Kuldeep Yadav

বিয়ের কারণে আরসিবির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি ম্যাক্সওয়েল। এদিকে ম্যাক্সওয়েলকে ছাড়াই আইপিএল ২০২২ -এর প্রথম ম্যাচে ২০৫ রান করে আরসিবি। এরপরেও পাঞ্জাব কিংসের কাছে হারের মুখে পড়তে হয়েছে ব্যাঙ্গালোরকে। ম্যাক্সওয়েলকে এখন পরের ম্যাচগুলোতে খেলতে দেখা যাবে। আগামী ৩০ মার্চ মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লিগে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে আরসিবি। নিলামের আগে আরসিবি যে খেলোয়াড়দের ধরে রেখেছে তাদের মধ্যে ম্যাক্সওয়েল অন্যতম।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020