নাইটদের কড়া জবাব, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে Kuldeep Yadav

0
104
Kuldeep Yadav leads the race for IPL 2022 Purple Cap

স্পোর্টস ডেস্ক: এখনও পর্যন্ত আইপিএল ২০২২ (IPL 2022) এর তিনটি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) চেন্নাই সুপার কিংসের ডোয়েইন ব্র্যাভো এবং মুম্বই ইন্ডিয়ান্সের বাসিল থামপি এই তিন বোলারের থেকে এগিয়ে রয়েছেন। যারা তাদের প্রথম ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তার বোলিংয়ের জেরে দিল্লি ক্যাপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

কুলদীপ যাদব তার নির্ধারিত চার ওভারে মাত্র ১৮ রান খরচ করেন। এই সময়ে কুলদীপ তিনটি বড় উইকেট নেন। এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) তার ফর্মের কারণে গত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। এমনকি কলকাতা নাইট রাইডার্সও তাকে আগের বছর তেমন ম্যাচ খেলায়নি। সেই সঙ্গে এই বছর ধরে রাখেনি। আইপিএল ২০২২ -এর প্রথম ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

আরও পড়ুন: GT vs LSG : আজ আইপিএলে Koffee without Karan

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীরা পার্পল ক্যাপের দাবিদার হন। গত মরশুমে পার্পল ক্যাপ জিতেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন কুলদীপ যাদব। খারপ ফর্মের কারণে কুলদীপ যাদবের থেকে আস্থা হারিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। এই মরশুমে তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020