IPL 2022: দুই নয়া ফ্রাঞ্চাইজি পাবে বিশেষ সুবিধা, জানুন নিলামের বিস্তারিত নিয়ম

0
30
In the last century, Indian cricket has become commercial ahead of the IPL

খাস খবর ডেস্ক: আইপিএল এর ১৫ তম মরশুমে অর্থাৎ আইপিএল ২০২২ -এ থাকছে নতুন চমক। পুরনো আটটি দল ছাড়াও থাকছে লখনউ ও আহমেদাবাদের দুটি ফ্রাঞ্চাইজি। ২০২২ নিলামের আগে আটটি আইপিএল দলের মোট চারজন খেলোয়াড় ধরে রাখার অনুমতি রয়েছে। চারজনের মধ্যে তিনজন ভারতীয় এবং একজন বিদেশী। অথবা দুইজন ভারতীয় এবং দুইজন বিদেশী খেলোয়াড় হতে পারে।

একই সঙ্গে বাকি খেলোয়াড়দের নিলামে পাঠাতে হবে। তবে দুই নতুন দল লখনউ এবং আহমেদাবাদ নিলামের আগে তিনজন খেলোয়াড়কে বেছে নিতে পারবে। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী এমনটাই জানানো হয়েছে। আইপিএল ২০২২ নিলামের জন্য অফিসিয়াল তারিখ এখনও বিসিসিআই ঘোষণা করেনি। তবে সূত্রের খবর অনুসারে, নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আইপিএল কর্মকর্তারা এই সপ্তাহে সমস্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথোপকথনের পর নিলামের নিয়মগুলি স্পষ্ট করেছেন।

- Advertisement -

আরও পড়ুন: AFG vs PAK: সংঘর্ষ নয়, শান্তিপ্রিয় ম্যাচ চান রশিদ খান

একই সঙ্গে এবারের নিলামে আরটিএম (রাইট টু ম্যাচ) সুবিধা পাবে না কোনও দল। প্রথমবারের মতো এই নিয়ম তুলে দেওয়া হয়েছে। আইপিএল ২০২২ নিলামের জন্য পার্স হতে পারে 90 কোটি টাকা। যা ২০২১ সালের নিলামের থেকে পাঁচ কোটি বেশি টাকা। যার মধ্যে তারা ধরে রাখা খেলোয়াড়দের জন্য সর্বাধিক ৩৩ কোটি টাকা খরচ করতে পারবে।