ENGW vs INDW: সাত বছর পর টেস্ট খেলতে নামলেও ইতিবাচক মানসিকতা রয়েছে মিতালিদের

0
21

খাস খবর ডেস্ক: দীর্ঘ সাত বছর পর ভারতীয় মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলতে নামছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে আজ ১৬ জুন থেকে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। প্রস্তুতির জন্য বেশি সময় না পেয়েও ভারতীয় মহিলা দল ইংল্যান্ডের এই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে। ভারত ও ইংল্যান্ডে কোয়ারান্টাইন হওয়ার পরে মিতালি রাজের নেতৃত্বাধীন দল অনুশীলনের জন্য মাত্র এক সপ্তাহ সময় পেয়েছিল। ভারত গত ২০১৪ সালের নভেম্বর মাসের পর এই প্রথম টেস্ট খেলছে।

সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর দলে যে সাতজন খেলোয়াড় ছিল তাদের মধ্যে একজন মিতালি রাজ, যিনি এই দলেও রয়েছেন। মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা এবং ঝুলন গোস্বামীর মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও সম্প্রতি কোনও টেস্ট ম্যাচ খেলেনি। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ না পাওয়া তরুণ খেলোয়াড়দের পক্ষে এই টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ আরও বেশি কঠিন হবে।

- Advertisement -

ভারতের মহিলা ও পুরুষ দল একই সাথে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সাত বছর পর সাদা জার্সিতে নামছে মহিলা ক্রিকেট দল। সেই কারণে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টুইটারে শুভেচ্ছা জানিয়েছে। জাদেজা লিখেছেন, “আমার দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা বরাবরই একটি বিশেষ অনুভূতি ছিল। মহিলা ক্রিকেট দলকে সাত বছর পর টেস্ট ক্রিকেট খেলতে দেখে ভাল লাগবে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই একমাত্র টেস্টের জন্য আমি ভারতীয় মহিলা ক্রিকেটারদের সকলকে শুভেচ্ছা জানাই।”

ভারতীয় মহিলা দলের সম্ভাব্য প্রথম একাদশ: মিতালি রাজ (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজ, পুনম রাউত, হারমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে, তানিয়া ভাটিয়া, ঝুলন গোস্বামী, পুনম যাদব, একতা বিশ্ত।

ইংল্যান্ড মহিলা দলের সম্ভাব্য প্রথম একাদশ: এমি জোন্স, টমি বিউমোন্ট, হেথার নাইট (অধিনায়ক), জর্জিয়া ইলউইস, নাটালি সিভার, ফ্রাঙ্ক উইলসন, ক্যাথরিন ব্রান্ট, আন্যা শ্রুবসোল, কেট ক্রস, সোফি ইক্লেস্টোন, নাতাশা ফারান্ট।