মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে সুনীল, বিশেষ এই তালিকা থেকে এক গোল দূরে

0
48

খাস খবর ডেস্ক: সোমবার বাংলাদেশের বিরুদ্ধে ২-০ গোলে জিতে ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলার দৌড়ে ভারত। ব্লু টাইগার্সদের অধিনায়কের জোড়া গোলেই বাজিমাত করল ভারত। এই দুই গোলের সাথে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি সোমবার আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে ছাড়িয়ে গেল। সুনীল এককভাবে দলকে জয়ের পথে নিয়ে যায়। এর সাথে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ভারতীয়ের নামের পাশে আন্তর্জাতিক গোলের সংখ্যা ৭৪ হয়ে গেল, যা মেসির চেয়ে দুই গোল বেশি।

আন্তর্জাতিক ফুটবলে বর্তমান খেলোয়াড়দের মধ্যে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১০৩) পরে এখন সবচেয়ে বেশি গোল রয়েছে সুনীল ছেত্রীর। ভারত অধিনায়ক ১১৭ টি ম্যাচ খেলে ৭৪ টি গোল করেছেন, এবং রোনাল্ডো ১৩৩ টি ম্যাচ খেলে ১০৩ গোল করেছেন। মেসি তার আন্তর্জাতিক কেরিয়ারের এখনও পর্যন্ত ১৪৩ টি ম্যাচে ৭২ টি গোল করেছেন।

- Advertisement -

ম্যাচের কথা বলতে গেলে ভারতের জয় পাওয়া অত সহজ ছিল না। বাংলাদেশের রক্ষণ ভেঙে যাওয়া কঠিন ছিল। তবে ম্যাচের ৭৯ মিনিটে অভিজ্ঞ খেলোয়াড় সুনীল একটি দুর্দান্ত হেডারের সাহায্যে প্রথম গোলটি করেন। ছেত্রী এখানেই থামেননি, তার পরে ম্যাচের শেষ মুহূর্তে তিনি আরও একটি গোল করে ভারতীয় দলের জয় নিশ্চিত করেছিলেন।

সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষ দশে জায়গা পেতে ভারত অধিনায়ক মাত্র একটি গোলের পিছনে রয়েছে। তিনি হাঙ্গেরির স্যান্ডো কো ক্যাসিস, জাপানের কুনিশিং কামামোতো এবং কুয়েতের বাশার আবদুল্লাহর চেয়ে এক গোল পিছনে রয়েছেন। এই তিনজনই ৭৫ টি গোল করেছেন। দলের জয় এবং ছেত্রীর রেকর্ডের জন্য আনন্দ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল।