ফের রাস্তায় রেড ভলান্টিয়ার্স, পথ চলতি সমস্ত টোটোকে করল জীবাণু মুক্ত

0
26

উত্তর দিনাজপুর: সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীনভাবে সিপিআইএম সহ বাম দলগুলির প্রাপ্তি শূন্য হলেও করোনা মোকাবিলায় একদম সামনের সারিতে রয়েছে বাম ছাত্র যুব সংগঠনের কর্মীদের নিয়ে তৈরি রেড ভলান্টিয়ার্স। করোনা পরিস্থিতিতে মানুষের অন্যতম ভরসা রেড ভলান্টিয়ার্স (Red Volunteers)। মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা করা, করোনা আক্রান্তের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে বাড়ি বাড়ি স্যানিটাইজেশন- সবক্ষেত্রেই সামনের সারিতে থেকেছেন রেড ভলান্টিয়ার্সরা। সাম্প্রতিক পরিস্থিতিতে মৃত করোনা রোগীর দেহ শ্মশানে বা কবরস্থানে নিয়ে যেতেও রেড ভলান্টিয়ার্সদের ডাক পড়ছে। সেই কাজই এখনও করে চলেছে তাঁরা।

দিনের পর দিন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যাতে সংক্রমণ কোন ভাবেই বৃদ্ধি না পায় সেই কারণে রাজ্য জুড়ে নিজেদের জীবনের ঝুকি নিয়ে করোনা অতিমারিতে সব ধরণের মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ভলান্টিয়ার্সের কর্মীরা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে পথ চলতি সমস্ত টোটো গুলিকে জীবাণু মুক্ত করতে জীবাণু নাশক স্প্রে করে রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। এদিন শহরে তালতলা এলাকায় এই কর্মসূচী চালায় রেড ভলান্টিয়ার্স। কারণ হিসাবে তাঁরা বলেছেন, প্রতিদিন টোটো গুলিতে প্রচুর মানুষ চলাচল করে, ফলে অজান্তেই সংক্রমণ বৃদ্ধি হতে পারে।

- Advertisement -

রেড ভলান্টিয়ার্সদের এই উদ্যোগে খুশি পথ চলতি টোটো চালকেরা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর লোকাল কমেটির সভাপতি সুজয় সাহা, ডিওয়াইএফআই নেতা অয়ন দত্ত সহ অন্যান্যরা। রেড ভলান্টিয়ার্সদের এই কাজে অনেকেই তাঁদের সাহায্য করেছেন। এগিয়ে এসেছেন স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনীরাও। বহু সমালোচনা সত্বেও নিজেদের কাজে ও মানুষের সেবায় অবিচল রেড ভলান্টিয়ার্স।