লক ডাউনে উলোট পুরাণ! আইটি সেক্টরে প্রচুর কর্ম সংস্থান

চলতি লক ডাউনের আবহেও ২০২১ সালের মে মাসে আইটি সেক্টরে নিয়োগ বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

0
83

সংবাদ সংস্থা: লক ডাউনের জেরে বহু প্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে৷ অনেক প্রতিষ্ঠান আবার ঝুঁকছে৷ ফলে দেশজুড়ে বাড়ছে বেকারত্বের হার৷ তারই মাঝে উলোটপুরাণ আইটি সেক্টরে৷ চলতি লক ডাউনের আবহেও ২০২১ সালের মে মাসে আইটি সেক্টরে নিয়োগ বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

আরও পড়ুন: ফের কন্ডোম বির্তকে সায়নীকে জড়ালেন তথাগত

- Advertisement -

এমনটাই দাবি করা হয়েছে Naukri.com এর Naukri JobSpeak তরফে প্রকাশিত সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত রিপোর্টে৷ সেখানে তাঁরা দাবি করেছে, ২০১৯ সালে লক ডাউন ছিল না৷ কিন্তু ২০১৯ সালে মে মাসের তুলনায় পরিসংখ্যানের নিরিখে বর্তমানে আইটি সেক্টরে ৩৯ শতাংশ নিয়োগ বৃদ্ধি হয়েছে৷

আরও পড়ুন: ত্রিপল চুরি ঘটনায় শুভেন্দুর গ্রেফতারি নিয়ে জল্পনা তুঙ্গে

সংবাদ সংস্থা জানিয়েছে, করোনা আবহেও Adobe, IBM, Flipkart, Meesho, Motorola, SAP, Accenture, Oracle, Udaan এবং Nike India-র মতো কর্পোরেট সংস্থাগুলোয় বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হয়েছে৷ Naukri JobSpeak-এর চিফ বিজনেস অফিসার পবন গয়াল (Pawan Goyal) জানিয়েছেন, শুধুই IT ক্ষেত্র নয়, অনলাইন নির্ভর প্রতিটি সংস্থাতেই এই সময় কর্ম সংস্থান তৈরি হয়েছে এবং নিযোগও হচ্ছে৷ যা দেখে তাঁরাও রীতিমতো অবাক হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন গয়াল৷ সূত্রের খবর, আইটি ক্ষেত্রে কর্মী নিয়োগের নিরিখে শীর্ষে রয়েছে পুণে, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ৷ তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে রাজধানী দিল্লি এবং মুম্বই৷

তবে করোনা আবহে আইটি সেক্টরে প্রচুর কর্মী নিয়োগের ঘটনা ঘটলেও অন্যান্য ক্ষেত্রে নিয়োগ বন্ধ বা ছাঁটাইয়ের ঘটনা ঘটায় সামগ্রিক প্রেক্ষিতে দেশে বেকারত্বের হার আরও বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করা হয়েছে সংস্থার রিপোর্টে৷ Naukri JobSpeak-এর রিপোর্ট বলছে, মার্চ, এপ্রিল এবং মে দেশে বেকারত্বের হার বেড়েছে যথাক্রমে ৬.৫০ শতাংশ, ৭.৯৭ শতাংশ এবং মে মাসে ১১.৯০ শতাংশে। কারণ, আইটি সেক্টরে প্রচুর কর্মী নিয়োগ হলেও ব্যাংকিং-ফিনান্স, হসপিটালিটি, রিটেল ইন্ডাস্ট্রি, বিপিও প্রভৃতি সেক্টরে প্রচুর মানুষ কর্মহীন হয়েছেন৷ তারই জেরে সামগ্রিক বিচারে বেড়েছে দেশের বেকারত্বের হার।