ইতিহাস ঝুলনের, অসিদের বিজয় রথ থামিয়ে দিল ভারত

এই জয়ের সঙ্গেই অস্ট্রেলিয়ার ওয়ানডেতে বিজয় রথকে থামিয়ে দিল ভারত।

0
51

খাস খবর ডেস্ক: ভারতের মহিলা পেস বোলার ঝুলন গোস্বামী আবারও ইতিহাস সৃষ্টি করলেন। রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি করলেন অভিজ্ঞ পেস বোলার ঝুলন। দ্বিতীয় ওয়ানডের শেষ ওভারে দুটি নো বলের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ঝুলন। এই ম্যাচে নবম ওভারে দুজন অজি ব্যাটারকে আউট করে নিজের কেরিয়ারে ৬০০ উইকেট শিকার করলেন। নবম ওভারের প্রথম বলে ঝুলন রাচেল হেনেসকে মিড-অফে শেফালি ভর্মার হাতে ক্যাচ দেন।

এরপর ওই ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করেন তিনি। উইকেটকিপার রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ওই ওভারে দুটি উইকেট নিয়ে মেডেন দেন ঝুলন। মহিলাদের ক্রিকেটে সর্বকালের সেরা বোলারদের মধ্যে অন্যতম ঝুলন গোস্বামী। ৩৮ বছর বয়সী ঝুলন মহিলাদের ওয়ানডেতে ইতিমধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী। ১৯২ টি ম্যাচে ২৩৯ টি উইকেট শিকার করেছেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG: আগামী বছর ইংল্যান্ড সফরে একমাত্র টেস্ট খেলতে পারে ভারত

সমালোচনা কাটিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছেন বাংলার ‘চাকদাহ এক্সপ্রেস’। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন ঝুলন। ভারতীয় মহিলা ক্রিকেট দল তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে দুই উইকেটে হারিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মহিলা দল নয় উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শেফালি ভর্মা (৯১ বলে ৫৬ রান) ও যস্তিকা ভাটিয়া (৬৯ বলে ৬৪ রান) হাফ সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: ‘কোড ওয়ার্ড’ দেখে মাঠে অধিনায়কত্ব করছেন মর্গ্যান, জোর সমালোচনা

শেষে ৩০ বলে ৩১ রান করেন দীপ্তি শর্মা। স্নেহ রানা করেন ২৭ বলে ৩০ রান। ঝুলন গোস্বামী (৭ বলে ১০ রান) ব্যাট হাতেও ম্যাচ উইনিং শট খেলেন। এই জয়ের সঙ্গেই অস্ট্রেলিয়ার ওয়ানডেতে বিজয় রথকে থামিয়ে দিল ভারত। এর আগে ক্যাঙ্গারু মহিলা দল টানা ২৬ টি ওয়ানডেতে জয় পেয়েছিল। এদিন ২৭ তম জয় পেতে ব্যর্থ অসিরা। যদিও ভারত ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে।