IND vs ENG : বিরাটের স্লেজিংয়েই বিপত্তি, সেঞ্চুরি বেয়ারস্টোর

0
20
IND vs ENG : Virat Kohli sledge Jonny Bairstow

স্পোর্টস ডেস্ক: এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরির সৌজন্যে ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল। জবাবে ম্যাচের দ্বিতীয় দিনেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তৃতীয় দিনে ইংল্যান্ড দল লাঞ্চের আগে পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে। জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসের জুটি যখন ব্যাট করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক থেমে থাকেননি। এগিয়ে গিয়ে বেয়ারস্টোকে স্লেজিং শুরু করেন বিরাট।

এই স্লেজিংই বিপদ হয়ে দাঁড়াল, সেঞ্চুরি করে ফেললেন বেয়ারস্টো। ইংল্যান্ডের ইনিংসের ৩২ তম ওভারে বিরাট কোহলি ও জনি বেয়ারস্টোর মধ্যে কিছুটা তর্কাতর্কি হয়। বিরাট কোহলি বেয়ারস্টোকে চুপ থাকার ইঙ্গিত দিচ্ছিলেন। তখন সেই বেয়ারস্টোও চুপ না থেকে নিজের কথা বলতে এগিয়ে যান। কোহলি ও বেয়ারস্টো মাঝে আম্পায়ার ও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এসে দুজনকেই শান্ত থাকতে বলেন। তবে কয়েক ওভার পর দুই খেলোয়াড়কেই হাসতে দেখা যায়।

- Advertisement -

আরও পড়ুন: পাশে থেকে বুমরাহকে অধিনায়কত্বের খুঁটিনাটি শেখাচ্ছেন বিরাট

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন জনি বেয়ারস্টো। আবার ভারতের বিপক্ষেও তিনি লড়ে যাচ্ছেন। ভারতের বিপক্ষে ইনিংসের শুরুতে রান তুলতে হিমশিম খাচ্ছিলেন তিনি। কোহলির সঙ্গে তর্কের পর থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বেয়ারস্টো চার ইনিংসে দুটি সেঞ্চুরি এবং অপরাজিত ৭১ রান সহ মোট ৩৭৭ রান করেন। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন তিনি। অধিনায়ক বেন স্টোকসের ফর্মে তৃতীয় দিনের খেলায় উইকেট হারায় ইংল্যান্ড। ৩৬ বলে ২৫ রান করে আউট হন তিনি।