#HardikAbusedRohit : এই কারণেই কী দল থেকে বাদ পড়লেন হার্দিক

0
40
#HardikAbusedRohit ENG vs IND: Hardik Pandya abuses Rohit Sharma during the second T20

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ইংল্যান্ড সফরে টি -২০ সিরিজ খেলছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলছে আজ অর্থাৎ রবিবার। ভারত ইংল্যান্ড সফরে টি -২০ সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে। কিন্তু এবার এমন ঘটনা সামনে এল যা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় টি -২০ চলাকালীন ভারতীয় দলের খেলোয়াড়দের লজ্জাজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (#HardikAbusedRohit)।

এই ভিডিওতে শোনা গিয়েছে যে, ভারতীয় খেলোয়াড়রা একে অপরকে নোংরাভাবে গালি দিচ্ছেন। এই ভিডিও ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ড করছে। স্টাম্প মাইকে খেলোয়াড়দের গালিগালাজ রেকর্ড হয়ে যায়। ঘটনাটি ঘটে যখন ইংল্যান্ড দল ভারতের ১৭১ রানের লক্ষ্য তাড়া করছিল। এরপর ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন হার্দিক পাণ্ডিয়া। ক্রিজে ব্যাট করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টন।

- Advertisement -

আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ উপলক্ষে ভারত বনাম বিশ্ব একাদশের ম্যাচ, BCCI -কে প্রস্তাব কেন্দ্রের

মালান খেলছিলেন ৮ রানে এবং লিভিংস্টন ১৫ রানে। হার্দিক ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভার বল করছিলেন তখনই স্টাম্পের মাইকে হার্দিকের কন্ঠ ধরা পড়ে, যেখানে তিনি রোহিতকে অশ্লীল শব্দে গালি দিয়েছেন (#HardikAbusedRohit)। হার্দিকের এই ভিডিও এখন বেশ ভাইরাল। পাণ্ডিয়া এক ফিল্ডারকে অন্য জায়গায় দাঁড়াতে বলছিলেন। তখন সেই ফিল্ডার বলেন, অধিনায়ক রোহিতই তাঁকে এই জায়গায় দাঁড়াতে বলেছেন। হার্দিক কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন, “আমার ওভারের সময় আমার কথা শোন।”