IPL -র মিডিয়া স্বত্ব কেনার দৌড়ে Google-Amazon

0
134
IPL 2023 will return to its old form next year, announced BCCI Chief Sourav Ganguly

স্পোর্টস ডেস্ক: বিসিসিআই (BCCI) ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের (IPL) মিডিয়া স্বত্ব বিক্রির ঘোষণা করেছে। অনেক কোম্পানি এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গুগলও আইপিএলের মিডিয়া স্বত্ব কেনার দৌড়ে যোগ দিয়েছে। অ্যামাজনও আইপিএল মিডিয়া স্বত্ব কেনার লড়াইয়ে নেমেছে।

আমেরিকান প্রযুক্তি কোম্পানি, ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট ইউটিউবেরও মালিক, বিসিসিআই থেকে বিডিং নথি কিনেছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার টেলিভিশন চ্যানেল সুপারস্পোর্ট আইপিএলের মিডিয়া স্বত্ব কেনার জন্য নথিও কিনেছে। অ্যামাজন, ওয়াল্ট ডিজনি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জি এন্টারটেইনমেন্ট এবং ড্রিম ইলেভেনও বিসিসিআই থেকে মিডিয়া অধিকার নিলামের নথি কিনেছে।

- Advertisement -

আরও পড়ুন: রায়নার ঘটনার পুনরাবৃত্তি, জাদেজাকেও কী আর হলুদ জার্সিতে দেখা যাবে না

প্রিমিয়ার লিগ এবং ন্যাশনাল ফুটবল লিগের পরে আইপিএল (IPL) দর্শক সংখ্যার দিক থেকে তৃতীয় হওয়ায় ভারতের শীর্ষ স্থানীয়ক্রিকেট লিগের গ্লোবাল মিডিয়া স্বত্ব কেনার ব্যাপারে গুগলও আগ্রহ দেখিয়েছে। ক্রিকেটের বিচারে এটি বিশ্বের এক নম্বর লিগ। যদি পরিসংখ্যান বিশ্বাস করা হয়, গত বছরের আইপিএল সংস্করণে ৬০০ মিলিয়ন দর্শক দেখেছিল, যা ইভেন্টের মিডিয়ার প্রভাবকে উদ্ধুদ্ধ করে।