পন্থকে “নির্বোধ” বললেন গৌতম গম্ভীর

0
76

জোহানেসবার্গ: ১১১ রানের জুটিতে ম্যাচের রাশ ধরে নিয়েছিলেন রাহানে-পূজারা। কিন্তু হঠাৎ ছন্দপতন। মাত্র ১২ রানে ৩ উইকেট খুইয়ে ফের ব্যাকফুটে ভারত।

আরও পড়ুন: হাতে হাত রেখে কিউইদের হারানোর ব্রত নিয়েছিলেন পদ্মাপাড়ের যোদ্ধারা: এবাদত

- Advertisement -

গত দিনের অপরাজিত দুই যোদ্ধার ফিরে যাওয়ার কারণ তবু মেনে নেওয়া যায়। কিন্তু ঋষভ পন্থের উইকেট কোনওভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। দলীয় লিড মাত্র ১৪০ হয়েছে। এমন অবস্থায় দলের পঞ্চম ব্যাটার হিসেবে খাতা না খুলেই সাজঘরে ফেরত যান ঋষভ। মাত্র তৃতীয় বলে-ই রাবাদকে স্টেপ আউট করতে গিয়ে কট বিহাইন্ড হন।

ধারাভাষ্য দিতে গিয়ে গম্ভীরের কথায়, “টেস্ট ক্রিকেটে এইরকম পরিস্থিতিতে এই ধরণের শট খেলার চেষ্টা বাহাদুরি নয়। বরং তাকে নির্বুদ্ধিতা বলতে হবে। পন্থ নির্বোধের মত কাজই করল।”

এরপরই নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি খাড়া করে প্রাক্তন তারকা জানান, “ওয়ান্ডারার্সে যে ধরণের উইকেট, তাতে ১০০ রান করা কঠিন। এখানে ২৫-৩০ য়ের ইনিংস খুব গুরুত্বপূর্ণ। তাতেই ম্যাচ একতরফা হয়ে যায়।” পূজারা এবং রাহানে যে ভিত তৈরী করে দিয়েছিলেন, পন্থের তা আরও মজবুত করা উচিত ছিল বলে মন্তব্য করেন গম্ভীর।

আরও পড়ুন: আগ্নেয়গিরিতে কিউই বধ, ইতিহাসে টাইগাররা

কিছুদিন আগেই ঋদ্ধিমানের পরিবর্তে ঋষভকে বারবার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বলাই বাহুল্য, গম্ভীরের মন্তব্য তাঁর পালেই হাওয়া দিচ্ছে। এদিকে জো’বার্গ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ৬ উইকেট খুইয়ে ১৮৮। কাগিসো রাবাদা ৫৪ রানে ৩ উইকেট দখল করেছেন।