পথ দুর্ঘটনা রুখতে এবার রাজপথে নামলেন Dummy Mamata

0
52

অশোকনগর: দুর্ঘটনা রুখতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই তিনি চালু করেছিলেন সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি৷ এবিষয়ে লাগাতার পুলিশি সচেতনতার পরও কিছুতেই রোখা যাচ্ছে না পথ দুর্ঘটনা৷ তাই ফের রাজপথে নামলেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এবারে আর ‘আসল’ মমতা নন, রাজপথে নেমেছেন ‘ডামি মমতা’! খুদে মমতা কচি কন্ঠে জনতাকে এবিষয়ে সচেতনও করল৷

বুধবার, ৫ জানুয়ারি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭ তম জন্মদিন উপলক্ষে এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল অশোকনগরে যুব তৃণমূল কংগ্রেস৷ সংগঠনের উদ্যোগে এদিন ‘ডামি মমতা’কে দিয়ে কেক কাটিয়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির পাশাপাশি করোনা সম্পর্কেও মানুষকে বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়৷ পথচলতি সাধারণ মানুষকে পরিয়ে দেওয়া হয় মাস্ক৷

- Advertisement -

পাশাপাশি বাইক চালকরা সাবধানে যাতে বাইক চালান, তাই হেলমেট বিহীন বেশ কিছু বাইক চালকদের হেলমেট পরানো হল। এছাড়াও দিনভর বেশকিছু কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন অশোকনগরের যুব তৃণমূল সভাপতি প্রদিপ সিং৷ তিনি বলেন, ‘‘দিদির হাত ধরে বাংলা ক্রমেই উন্নয়নের শিখরে পৌঁচাচ্ছে৷ তাই বাংলার কাণ্ডারীর জন্মদিন উপলক্ষ্যে এই অভিনব উদ্যোগ৷’’

এদিন অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় কর্মসূচিতে হাজির ছিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক। মাস্ক বিলি, হেলমেট বিতরণের পাশাপাশি এলাকার বৃদ্ধাশ্রমেও রান্না করা খাবার সরবরাহের বন্দোবস্ত করেছেন উদ্যোক্তারা৷

আরও পড়ুন: Municipal Election: পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, আগামীকাল শুনানি