হার্ট অ্যাটাক হয়নি, ইনজামামকে নিয়ে ভুল তথ্য প্রদান পাক সংবাদমাধ্যমের

0
57

খাস খবর ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। সোমবার সন্ধ্যায় ইনজামামের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এমনটাই তথ্য দিয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম। টেস্টের রিপোর্টেই জানা গিয়েছিল যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে এক ভিডিও বার্তায় সঠিক তথ্য জানালেন ইনজামাম নিজেই। প্রাক্তন এই ক্রিকেটার জানালেন, তাঁর হার্ট অ্যাটাক হয়নি। একটি ধমনী ব্লক থাকার কারণে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এখন ভালো আছেন তিনি।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইনজামাম জানিয়েছেন, “পাকিস্তান এবং বিশ্বজুড়ে সবাইকে যারা আমার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি পাকিস্তানবাসী, পাকিস্তান এবং বিশ্বের ক্রিকেটারদের ধন্যবাদ জানাতে চাই যারা তাদের শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি রিপোর্ট দেখেছি যে আমি হার্ট অ্যাটাক করেছি। তেমনটা হয়নি। আমি আমার ডাক্তারের কাছে রুটিন চেক-আপের জন্য গিয়েছিলাম, তিনি বলেছিলেন যে তারা একটি অ্যাঞ্জিওগ্রাফি করতে চান।”

- Advertisement -

আরও পড়ুন: ধোনি ড্রেসিংরুমে থাকলে বিরাটদেরই লাভ, মাস্টারস্ট্রোক বিসিসিআইয়ের

তিনি আরও বলেন, “অ্যাঞ্জিওগ্রাফির সময় দেখা গিয়েছিল যে, আমার একটি ধমনী ব্লক ছিল। তাই সেই সমস্যা দূর করার জন্য স্টেন্ট বসিয়েছিল। এটি সফল এবং সহজ ছিল। আমি হাসপাতালে মাত্র ১২ ঘন্টা পরে বাড়ি ফিরে আসি। আমার ভালো লাগছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম কারণ আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। এটি হৃদপিণ্ডের কাছাকাছিও ছিল না, তবে পেটের মধ্যে। ডাক্তাররা বলেছিলেন যে, যদি আমি পরীক্ষা করতে দেরি করতাম তবে হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারত।