বাবার মৃত্যুর খবর জানালেন পার্থিব প্যাটেল, শোকপ্রকাশ প্রাক্তন ক্রিকেটারদের

তিনি অনুরাগীদের প্রার্থনায় তাঁর বাবাকে স্মরণ করতে বলেছেন। গত দুই বছর পার্থিবের জন্য খুব কঠিন সময় ছিল।

0
30

খাস খবর ডেস্ক: ভারতের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেলের বাবা রবিবার প্রয়াত হয়েছেন। টুইট করে এই খবর নিজেই জানিয়েছেন পার্থিব। বাবা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন যে, “আমার বাবা অজয়ভাই বিপিনচন্দ্র প্যাটেল ২৬ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন।” তিনি অনুরাগীদের প্রার্থনায় তাঁর বাবাকে স্মরণ করতে বলেছেন। গত দুই বছর পার্থিবের জন্য খুব কঠিন সময় ছিল।

২০১৯ সালে যখন পার্থিব প্যাটেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সদস্য ছিলেন তখনই তার বাবার স্বাস্থ্যের অবনতি ঘটে। সেই সময় পার্থিবের বাবার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল এবং তিনিও আইসিইউতে ভর্তি ছিলেন। সেই কারণে পার্থিবের ব্যক্তিগত এবং ক্রিকেটের কেরিয়ারে বেশ বিঘ্ন ঘটে। বাবাকে হারিয়ে ফেলার ভয় পেতেন পার্থিব। বাবার মৃত্যুর খবর দিতে গিয়েও তিনি খুব ভেঙে পড়েছিলেন।

- Advertisement -

আরও পড়ুন:ইতিহাস ঝুলনের, অসিদের বিজয় রথ থামিয়ে দিল ভারত 

২০১৯ সালে একটি আইপিএল ম্যাচের পর পার্থিব বলেছিলেন যে, ম্যাচ শেষ হওয়ার পর যখন তিনি ড্রেসিংরুমে ফিরে যেতেন, তখন তিনি তার ফোনের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন যে হাসপাতাল থেকে কোনও খারাপ খবর যেন না আসে। ২০১৯ সালের আইপিএল শুরুর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় তার বাবার অবস্থার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন: ‘কোড ওয়ার্ড’ দেখে মাঠে অধিনায়কত্ব করছেন মর্গ্যান, জোর সমালোচনা

পার্থিব প্যাটেল সেই সময় একটি সাক্ষাৎকারে বলেছিলেন যেদিন তার বাবা হঠাৎ পড়ে যান। পরবর্তী ১২ দিন তিনি তার বাবার সঙ্গে আইসিইউতে ছিলেন। এমনকি তিনি ১০ দিন বাড়িও যেতে পারেননি। এ কারণে তাকে ক্রিকেটের মাঠ থেকেও বেশ কিছুদিন দূরে থাকতে হয়েছিল। পার্থিবের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। শচীন তেন্ডুলকর, আরপি সিং ও প্রজ্ঞান ওঝারা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন।