সমকামীদের সমর্থন করায় বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার মুখে হ্যারি কেইন

0
33

নিজস্ব প্রতিনিধি,দোহা: বিশ্বকাপের আগে কাতার সমকামিতাকে সরাসরি না বলেনি। তারা সবাইকেই স্বাগত জানিয়েছে। তবে কাতারের আইনে সমকামিতা পুরোপুরি নিষিদ্ধ। তার ফলে একই বিষয়ে দুটি ভিন্ন আইন থাকতে পারবে না বিধায়, ফিফা এবারের বিশ্বকাপের জন্য নতুন আইন জারি করেছে। তারা বলে দিয়েছে, বিশ্বকাপে সমকামীদের প্রশ্রয় দেয়, এমন কোনো কিছু পরিধান করতে পারবে না কোনো খেলোয়াড়। তবে ইংলিশ অধিনায়ক কেইন জানিয়েছেন, সমকামিতার প্রতি সমর্থন জানিয়ে সে সেই আর্মব্যান্ড পরেই নামবেন। যার জন্য গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিষিদ্ধ হতে পারেন টটেনহ্যামের এই স্ট্রাইকার।

আরও পড়ুন: এই খেলোয়াড়ের খেলায় বিরক্ত এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট 

- Advertisement -

বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রথম ম্যাচে আজ সোমবার (২১ নভেম্বর) ইরানের বিপক্ষে। কিন্তু ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন যদি সমকামীদের সমর্থন জানিয়ে ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরে নামেন, তাহলে মাঠে নামার আগেই তাকে দেখানো হবে হলুদ কার্ড।

যদি গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামার আগেই কেইন হলুদ কার্ড দেখেন, তবে নিজেদের তৃতীয় ম্যাচে তাকে পাবেনা ইংল্যান্ড। আর কাতার বিশ্বকাপে ইংল্যান্ড নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে ওয়েলসের বিপক্ষে। এর মানে যদি প্রথম দুই ম্যাচে হলুদ কার্ড কেইন দেখেন তাহলে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড পাচ্ছে না তাদের সেরা খেলোয়াড়কে। এরই মধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাদের দলের অধিনায়ক কেইনকে সে আর্মব্যান্ড পরে মাঠে নামতে মানা করেছে।