এই বিদেশী ফরোয়ার্ডকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল

0
213
emami east-bengal-set-to-sign-these-two-footballers

 

সব্যসাচী ঘোষ : ইস্টবেঙ্গলের নতুন বিদেশী নিয়োগের কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ রিক্রুটাররা। ইতিমধ্যেই নয়া হেড কোচ কার্লোস কুয়াদ্রাত বিদেশীদের তালিকা পাঠিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে এবার আইএসএল খেলা এই বিদেশী ফরোয়ার্ডকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল (East Bengal Transfer)।

- Advertisement -

যা খবর, হায়দ্রাবাদ এফসির ফরোয়ার্ড জাভিয়ের সিবেরিওকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। ২৫ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারকে পছন্দ হয়েছে কুয়াদ্রাতের। এদিকে জুন মাসের শেষেই চুক্তি শেষ হচ্ছে সিবেরিওর, ফলে ফ্রি এজেন্ট হতে চলেছেন তিনি।

এবারের মরশুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমস্ত টুর্নামেন্টে চারটি গোল করেছেন। তবে গোটা মরশুমে সেভাবে ছন্দে ছিলেন না সিবেরিও। মূলত পরিবর্ত হিসেবেই সিবেরিওকে ব্যবহার করতেন কোচ মানোলো মার্কেজ। ফলে সিবেরিওকে আনা কতটা সঠিক হচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal Transfer) জন্য, সেটি নিঃসন্দেহে চিন্তার বিষয়।