একটি গোলের জন্য ১২ কোটি, ম্যানচেস্টারের পকেট ফাঁকা করছিল রোনাল্ডোই

0
58
  Ronaldo ‘happy to be back’ playing for Man United

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেড দল ছাড়লেন রোনাল্ডো। দীর্ঘদিন ধরেই ম্যান ইউনাইটেড ও রোনাল্ডোর মতবিরোধ চলছিল। বিশেষত রেড ডেভিলসদের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে রোনাল্ডোর মতবিরোধ ছিলই। ক্লাবগুলির অর্থ সঙ্কটের এই বাজারে ম্যানচেস্টার ইউনাইটেডের রোনাল্ডোর প্রতি বিপুল খরচ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৩১৭ কোটি টাকা পেয়েছেন রোনাল্ডো। প্রতিটি গোলের জন্য প্রায় ১২ কোটি টাকা খরচ করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রতি সপ্তাহে প্রায় ৫ কোটি টাকার চুক্তি হয়েছিল। জুভেন্টাস থেকে এই শর্ত নিয়েই এসেছিলেন তিনি।

তবে মরশুমের মাঝেই দল ছাড়ার কারণে ১৫৮ কোটি টাকা পাবেন না রোনাল্ডো। উল্লেখ্য, ১২ বছর পর ২০২১ সালে ফের ম্যান ইউনাইটেড ক্লাবে যোগ দেন রোনাল্ডো। ২০০৯ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করেন। এরপর তিনি স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে চলে যান। সেখান থেকে আবার ইতালীয় ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারের জন্য রোনাল্ডোকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

- Advertisement -

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে খেলছে ছেলে, মায়ের বাঁধভাঙা উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল

সাক্ষাৎকারের পর থেকেই মনে করা হচ্ছিল যে, তিনি রেড ডেভিলসদের হয়ে আর খেলবেন না। সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে ক্লাবের সমালোচনা করেছিলেন সিআরসেভেন। ক্লাবের কয়েকজন তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রোনাল্ডো। তিনি আরও বলেছেন যে, ক্লাব এবং ম্যানেজার এরিক টেন হ্যাগ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরিক টেন হ্যাগের প্রতি তার কোনও সম্মান নেই।