আর্সেনালেই কী যাচ্ছেন Ronaldo, বাড়ছে জল্পনা

0
22
club-president-says-he-wants-to-sign-cristiano-ronaldo-from-manchester-united

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবল ক্লাব জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মরশুমে ক্লাবের অনেক ম্যাচে খেলার সুযোগ পাননি রোনাল্ডো। এমনকি তাকে শুরুর একাদশেও রাখা হয়নি। বেশ কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছেন তিনি। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারের জন্য রোনাল্ডোকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সাক্ষাৎকারের পর থেকেই মনে করা হচ্ছিল যে, তিনি রেড ডেভিলসদের হয়ে আর খেলবেন না। সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে ক্লাবের সমালোচনা করেছিলেন সিআরসেভেন।

মনে করা হচ্ছে যে আর্সেনাল বা চেলসিতে যেতে পারেন রোনাল্ডো। এদিকে আর্সেনাল কিংবদন্তি ডেভিড সিম্যান দাবি করেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর্সেনালের জন্য ভাল হবেন। উল্লেখ্য, সিম্যান রোনাল্ডোর বিতর্কিত সাক্ষাৎকারের প্রশংসা করেছিলেন। সিম্যান বলেন, “রোনাল্ডোর অনেক কাজ বাকি এবং সে আর্সেনালের জন্য নিখুঁত হবে। আমি তাকে সাধুবাদ জানাব কারণ তিনি স্পষ্টতই সত্যি কথা বলেছেন। তিনি যে অনেক কিছু নিয়ে এসেছেন, তা আমরা শুনিনি এমন কিছু নয়। আমরা অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে ম্যান ইউনাইটেডের মাটিতে যেভাবে হাহাকার ও সমালোচনা করতে শুনেছি। এই ঘটনা আমাকে হতবাক করেছে এবং এটি হওয়া উচিত নয়।”

- Advertisement -

আরও পড়ুন: একটি গোলের জন্য ১২ কোটি, ম্যানচেস্টারের পকেট ফাঁকা করছিল রোনাল্ডোই

আরও বলেছেন, “তিনি গোটা বিশ্বে ঘুরেছেন এবং দেখেছেন কীভাবে সর্বত্র উন্নতি হয়েছে। তিনি তার প্রিয় ম্যান ইউনাইটেডের কাছে ফিরে আসেন এবং কিছুই পরিবর্তন হয়নি।” ইউনাইটেডের সঙ্গে চুক্তিভঙ্গের পর এখন একজন ফ্রি এজেন্ট রোনাল্ডো। এদিকে হঠাৎই গুঞ্জন শুরু হয়ে যায় একটি সৌদি ক্লাব রোনাল্ডোকে প্রিমিয়ার লিগ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি মেগা-ডিলের প্রস্তাব দিত। আর্সেনাল তারকা বুকায়ো সাকা প্রকাশ করেছিলেন যে, পর্তুগিজ তারকা তার নায়ক, রোনাল্ডোকে দেখেই বেড়ে উঠেছেন তিনি।