Women’s T20 WC: বিশ্বকাপের আগে ব্যাটারদের উদ্বেগ, অসির কাছে ৪৪ রানে পরাজিত

0
22
Commonwealth Games 2022: Indian Women's Cricket Team Leave For UK Amid Huge Cheers

স্পোর্টস ডেস্ক: মহিলাদের টি -২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারত ৪৪ রানে হারল। প্রথম বোলিং করে টিম ইন্ডিয়া ভাল পারফরম্যান্স করেছিল এবং ক্যাঙ্গারু দলকে ১২৯ রানে আটকে রেখেছিল। তবে এরপর ব্যাটাররা হতাশ হয়ে ১৫ ওভারে ৮৫ রানে অলআউট হয়ে যায় গোটা দল। অনুশীলন ম্যাচেও পাঁচ ওভার খেলতে পারেনি টিম ইন্ডিয়া। টি -২০ বিশ্বকাপের আগে ব্যাটারদের এই খারাপ পারফরম্যান্স সকলের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এই ম্যাচে প্রথম বোলিং করে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এবং অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ব্যাটাররা তাদের তাড়াতাড়ি প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। জর্জিয়া ওয়ারহ্যাম (৩২) এবং জেস জোনাসেনের (২২) অপরাজিত ৫০ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১২৯ রানে নিয়ে যায়। জবাবে ভারতীয় দল ১৫ ওভারে মাত্র ৮৫ রান করে অলআউট হয়ে যায়। টানা দ্বিতীয়বার ব্যাটাররা ভারতকে হতাশ করলেন। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ‘ওমেন ইন ব্লু’ একই রকম ভাবে পরাজয়ের মুখোমুখি হয়েছিল।

- Advertisement -

আরও পড়ুন: রোনাল্ডোকে পেতে পাগল হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার 

অস্ট্রেলিয়ার পেস বোলার ডার্সি ব্রাউন দুর্দান্ত পারফর্ম করেছেন। ১৭ রানে চার উইকেট নেন তিনি। তিনি শেফালি ভর্মা (২), স্মৃতি মান্ধানা (০) এবং রিচা ঘোষকে (৬) আউট করে ভারতীয় দলকে পিছনে ফেলে দেন। জেমিমাহ রদ্রিগেস, শেফালির সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন, তার খারাপ ফর্ম অব্যাহত। অধিনায়ক হরমনপ্রীত কৌর ব্যাট না করলেও তিনি শূন্য রানে আউট হন। দুটি চারের সাহায্যে ১২ রান করেন হারলিন দেওল। তবে রান আউট হন তিনি। দীপ্তি শর্মা ১৯ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফি: ভারতের মাটিতে ফেভারিট কোন দল

এর আগে অভিজ্ঞ পেস বোলার শিখা পান্ডে (২/৯) ক্যাঙ্গারুদের একটি ভাল শুরু করতে বাধা দেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং (০) এবং তাহলিয়া ম্যাকগ্রাকে (২) তার প্রথম দুই ওভারে আউট করেন। রাধা যাদবের বলে মাত্র এক রানে শেষ যায় এলিস পেরির ইনিংস। এক সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল তিন উইকেটে ১০ রান। অ্যাশ গার্ডনার (২২) এবং বেথ মুনি (২৮) তারপর দায়িত্ব নেন। কিন্তু পূজা বস্ত্রকার (২/১৬) এবং রাধা যাদব (২/২২) অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে আউট করেন। তিন ওভারে ৩৯ রান দিয়ে ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলার ছিলেন রেনুকা সিং। তবে পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরে ওয়ারহ্যাম ও জোনাসেনের পার্টনারশিপ ভাঙতে পারেনি ভারতীয় দল।