মঙ্গলগ্রহে রুপোলি রাংতা, চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের

0
48

বিশ্বদীপ ব্যানার্জি: প্রতিবেশী মঙ্গলগ্রহে কি প্রাণ আছে? এ প্রশ্ন মানুষের মনে অনেকদিন ধরেই। এরই মধ্যে গত বছর লাল গ্রহে এমন বস্তুর সন্ধান পেয়েছিল NASA -র রোভার পার্সিভিয়ারেন্স, তাতে চোখ কপালে উঠে যায় বিজ্ঞানীদের। এক অত্যাশ্চর্য, অবিশ্বাস্য ব্যাপার! পার্সিভিয়ারেন্সের পাঠানো ছবিতে দেখা যায়, মঙ্গল গ্রহের একটি পাথরের খাঁজে রুপোলি ফয়েলের মত কী যেন একটি আটকে রয়েছে।

আরও পড়ুন: বিশ্ববিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা তাপমাত্রা কমার ভবিষ্যদ্বাণী করেছিলেন, এখন প্রাণ ওষ্ঠাগত মানুষের

- Advertisement -

২০২০ সালের জুলাই মাসে রোভারটিকে মঙ্গলে পাঠিয়েছিল NASA। এরপর ২০২১ -এর ফেব্রুয়ারিতে এটি লাল গ্রহের মাটিতে পদার্পণ করার পর থেকে ঘুরে ঘুরে নানান ছবি তুলছে। তারপর সেগুলি পৃথিবীতে পাঠাচ্ছে। রোভারের সঙ্গে একটি ছোট ড্রোন-ও পাঠানো হয়েছিল মঙ্গলে। যা মঙ্গলের আকাশের ছবি তুলছে।

এভাবে ছবি তুলতে তুলতেই এই আশ্চর্য দৃশ্য ধরা পড়েছে রোভারের ক্যামেরায়। যা দেখার পর রীতিমত চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। এ কী করে সম্ভব! ছবিতে দেখা যায়, মঙ্গলের বুকে পাথরের খাঁজে আটকে রয়েছে রুপোলি প্যাকেট বা ফয়েলের মত কোনও একটি বস্তু।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তাহলে কি মঙ্গলগ্রহে সত্যি সত্যিই কোনও সভ্যতা বিদ্যমান? এ ফয়েল তাদের-ই সাক্ষ্য বহন করছে? নাঃ এই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন NASA -র বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই ফয়েল হয়ত পার্সিভিয়ারেন্সের-ই থার্মাল ব্ল্যাঙ্কেট‌। তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজে যা ব্যবহৃত হয়।