WhatsApp-এ নতুন আপডেট, রিয়্যাকশন ফিচারে আসছে বড় চমক

0
30

খাস ডেস্ক: নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে WhatsApp। প্রায়ই নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই মেসেজিং অ্যাপ। সম্প্রতি একটি নতুন ফিচার ‘রিয়্যাকশন’ যুক্ত হয়েছে। এই ফিচার বেশ উপভোগ করছেন ব্যবহারকারীরা। এরইমধ্যে আসতে চলেছে আরও এক আপডেট। শীঘ্রই তা ব্যবহার করতে পারবে সকলেই।

আরও পড়ুন: শাশুড়ির মদতে বউমাকে কুপ্রস্তাব শ্বশুরের, রাজি না হওয়ায় ঘরে ঢুকে ধর্ষণ

- Advertisement -

WhatsApp-এ ব্যবহারকারীরা আপাতত Like, Love, Laugh, Wow, Sad, Thanks রিয়্যাকশন দেওয়া যাচ্ছে। তবে নতুন আপডেটে ব্যবহারকারীরা যেকোনও ম্যাসেজে নিজেদের ইচ্ছেমত রিয়্যাকশন দিতে পারবে। এখন প্রশ্ন আসতেই পারে কীভাবে?

জানা গিয়েছে, শীঘ্রই রিয়্যাকশন বারের পাশে একটি + চিহ্ন দেখা যাবে। ওই চিহ্নে ক্লিক করে কীবোর্ড থেকে পছন্দমত ইমোজি দেওয়া যাবে। তাই এখন কেবল ওই ছয়টি রিয়্যাকশনেই সীমাবদ্ধ থাকতে হবে না। কারও ম্যাসেজে নিজের মনের ভাব বুঝিয়ে দেওয়া যাবে ইমোজি ব্যবহার করেই।

আরও পড়ুন: এএফসি কাপে বড় সুবিধা পেল এটিকে মোহনবাগান, সেমিফাইনাল খেলবে ঘরের মাটিতেই

উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছরের পরীক্ষার পর WhatsApp-এ রিয়্যাকশন ফিচার নিয়ে এসেছে মেটা সংস্থা। এবার সেখানেও আপডেট এনে আকর্ষণীয় করে তুলতে চাইছে সংস্থা।