ভারতে নিষিদ্ধ হল ‘উইট্রান্সফার’ ওয়েবসাইট

0
825

নয়াদিল্লি: ভারতে নিষিদ্ধ হল উইট্রান্সফার ব্যবহার। জাতীয় স্বার্থে ও সাধারণের নিরাপত্তার কথা ভেবেই বন্ধ করা হল এই ওয়েবসাইট। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক। এটি ভারতে অতি পরিচিত একটি জনপ্রিয় ওয়েবসাইট। যার মাধ্যমে বড় মাপের ভিডিও, ছবি-র ফাইল একসঙ্গে মেল করে পাঠানো যায়।

সূত্রের খবর, ইতিমধ্যে টেলিকমিউনিকেশন মন্ত্রক সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে নোটিস দিয়ে নির্দেশ দিয়েছে মোট তিনটি URL বন্ধ করার জন্য। যাতে রয়েছে উইট্রান্সফার ওয়েবসাইটিও।

- Advertisement -

তবে ঠিক কি কারণে এই ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে জাতীয় রক্ষার স্বার্থেই বন্ধ করা হচ্ছে। এর আগেও ভারতে বহু ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। ২০১৯ সালে একসঙ্গে ৪২২টি ওয়েবসাইট নিষিদ্ধ করেছিল কেন্দ্র। বেশীরভাগ ক্ষেত্রে কারণ ছিল ম্যালওয়ারের সমস্যা এবং পর্ণোগ্রাফি।

প্রসঙ্গত, ভারতে উইট্রান্সফার ব্যবহারকারীর সংখ্যা অনেক। আর তার কারণ খুব সহজেই এই ওয়েবসাইটের দ্বারা বড় মাপের ফাইল মেল করা যায়। অর্থাৎ সিনেমা, গান, ভিডিও- কোনও ফাইল পাঠাতেই সমস্যা হয় না। পদ্ধতিও বেশ সহজ। এছাড়া করোনার জেরে লকডাউন হওয়ায় ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও দারুণ কার্যকরী হয়ে উঠেছিল এই সাইটটি। তবে হঠাৎ এই ওয়েবসাইট বন্ধ হওয়ায় সমস্যায় পরবেন অনেকেই।