প্রভূত পরিমাণ জল রয়েছে মঙ্গল গ্রহে, বাড়ছে জীবনের সম্ভাবনা

0
89

বিশ্বদীপ ব্যানার্জি: পৃথিবী ছাড়া সৌরজগতের আর যে গ্রহ নিয়ে মানুষের কৌতূহল, তা হল মঙ্গল। সেইসঙ্গে প্রতিবেশী লাল গ্রহকে নিয়ে কল্পনার-ও অন্ত নেই। চাঁদের পর যদি আর কোনও মহাজাগতিক স্থানকে নিয়ে মানুষ কল্পনার চাদর বোনে, সে হল মঙ্গলগ্রহ। এই গ্রহে কী জীবন থাকা সম্ভব?

আরও পড়ুন: মঙ্গলের বুকে স্রোত দেখতে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা, তবে কি জল আছে লাল গ্রহে

- Advertisement -

গত বছর একটি নয়া খবর দিয়েছেন চিনের বৈজ্ঞানিকরা। চিনা বৈজ্ঞানিকদের পাঠানো Rover Zhurong মঙ্গলের বুকে জলের সন্ধান পেয়েছে। আর যতটা ধারণা করা হয়েছিল, তার থেকেও বেশি পরিমাণ জলের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করা হয় বিজ্ঞানীদের তরফে।

মঙ্গল গ্রহে একটি বিস্তৃত অববাহিকা রয়েছে। সেখানেই জলযুক্ত খনিজ নমুনার সন্ধান পেয়েছিল Rover Zhurong। যা থেকে ধারণা করা হয় মঙ্গলে-ও একসময় সমুদ্র ছিল। আর এই অববাহিকা অতীতের সেই সমুদ্রেরই অংশ। সব মিলিয়েই বিজ্ঞানীরা ধারণা করছেন, যতটা পরিমাণ আশা করা হয়েছিল তার থেকেও বেশি জল মঙ্গলগ্রহে ছিল একসময়‌। জলযুক্ত খনিজের নমুনা সে সাক্ষ্যই দেয়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এইসব খনিজে আজও নাকি জলের চিহ্ন সুস্পষ্ট। বিজ্ঞানীদের ধারণা, এগুলি প্রায় ৭০০ মিলিয়ন বছরের পুরনো। এছাড়া এও বলা হয়েছে যে আজ থেকে ৩ মিলিয়ন বছর আগেও মঙ্গলের পরিবেশে আর্দ্রতা ছিল। ২০২১ সালের মে মাস থেকে মঙ্গলে অভিযান চালাচ্ছে Rover Zhurong। বর্তমানে সেটি লাল গ্রহের Utopia Planitia অংশে অনুসন্ধান চালাচ্ছে। মঙ্গলগ্রহে আদৌ কখনও জীবন ছিল, এ বিষয়টিই খুঁজে বের করতে চায় তারা। এ অবস্থায় জলের সন্ধান পাওয়া নিঃসন্দেহে এক বিরাট সাফল্য।