বাজারে আসছে নতুন হুন্ডাই ক্রেটা ২০২০

0
174

নয়াদিল্লি: ২০২০ সালের অটো এক্সপোতে হুন্ডাই ক্রেটা কে দেখা গেল নতুন রুপে। ভারতে হুন্ডাই ক্রেটা সেরা গাড়ির গুলোর মধ্যে একটি। ২০১৫ সালে ভারতে আসা এই গাড়ি বেশ কিছু বছর ধরে ছোট ছোট অনেক আপডেট নিয়ে এসেছে এই এসিইউভি। তবে অটোমোবাইল প্রস্তুতকারক এখন দ্বিতীয় প্রজন্মের ক্রেটা চালু করতে প্রস্তুত।

নতুন ক্রেটা  কেনার আগে জেনে নিন তার কিছু বৈশিষ্ট্য

- Advertisement -

দ্বিতীয় প্রজন্মের ক্রেটা ভারতের বাজারে আসছে ২০২০ সালে ১৭ মার্চ। নতুন হুন্ডাই ক্রেটার দাম শুরু হবে ১০ লক্ষ থেকে ১৭ লক্ষের মধ্যে। তবে বৈশিষ্ট্য অনুযায়ী দাম পরিবর্তন হতে পারে।

নতুন এই ক্রেটা বর্তমানে বাজারে প্রচলিত ক্রেটার চেয়ে সম্পূর্ণ আলাদা। এতে থাকছে নতুন কাস্কাডিং গ্রিল। যাতে আপফ্রন্টে রয়েছে স্প্লিট হেডল্যাম্প। থাকছে বুমর্যাং শেপের এলইডি হেডলাইটও। পিছনে, থাকবে এলইডি টেইললাইট এবং এলইডি হাই মাউন্ট স্টপ ল্যাম্প। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রুফ রেইল, সাইড সিল গার্নিশ এবং ১৭ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় চাকা।

ক্রেটার ভিতরকার কোনও বৈশিষ্ট্য এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে এতে ১০ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচ স্ক্রিন সিস্টেম থাকবে। এছাড়া থাকবে প্রিমিয়াম সিট, মালটিফাঙ্কশান স্টিয়ারিং হুইল, অটোমেটিক এসি, এয়ার পিউরিফায়ার , এম্বিয়েন্ট লাইটিং। আর থাকবে প্যারানমিক সান রুফ। সম্প্রতি চালু হওয়া বেশ কয়েকটি অন্যান্য হুন্ডাই গাড়ির মতো, নতুন হুন্ডাই ক্রাইটাতে ব্লু লিঙ্ক সংযোগ প্রযুক্তিও থাকতে পারে।

নতুন এই হুন্ডাই ক্রেটা-এর ইঞ্জিনও হবে কিয়া সেলটোসের মতন। এতে থাকবে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন এবং ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন।