আইফেল টাওয়ারের থেকেও বড় গ্রহাণু ছুটে আসছে, বিপদের আশঙ্কা NASA -র

0
102

খাস খবর ডেস্ক: এক সুবিশাল গ্রহাণু দুর্বার গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। কার্যত যা আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অব লিবার্টির থেকেও বড়। ১,৬০৮ ফুটের এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে গ্রহাণু ৩৮৮৯৪৫।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

আরও পড়ুন: আর কয়েকদিন পরই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি

অর্থাৎ কোনওভাবে পৃথিবীর সঙ্গে যদি এই গ্রহাণুর টক্কর লাগে, তাহলেই সাড়ে সর্বনাশ! নিমেষেই বিনাশ ঘটবে মানুষসহ পৃথিবীর সমগ্র জীবকুলের। NASA -র বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ১৬ মে রাত ২টো ৪৮ মিনিট নাগাদ গ্রহাণু ৩৮৮৯৪৫ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে‌। কী ঘটতে পারে তখন?

পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সবথেকে কাছাকাছি দূরত্ব হবে ২৫ লক্ষ মাইল। যা মহাজাগতিক হিসেবে কিছুই নয়। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যাচ্ছে বিজ্ঞানী মহল।তবে বিজ্ঞানীদের একাংশের বক্তব্য, ধাক্কার লাগার সম্ভাবনা নেই বললেই চলে। বরং আমাদের কান ঘেঁষে বেরিয়ে যাবে গ্রহাণুটি।

এর আগে ২০২০ সালেও পৃথিবীর কাছাকাছি এসেছিল গ্রহাণুটি। তখন বরং উভয়ের দূরত্ব ছিল আরও কম। ১৭ লক্ষ মাইল। এ কারণেই ভয়ের কিছু দেখেছেন না বিশেষজ্ঞরা‌। তাছাড়া প্রতি দুই বছর অন্তরই এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ এরপর আবার ২০২৪ সালে আমাদের কাছে আসবে গ্রহাণুটি। অবশ্য দূরত্ব থাকবে অনেক বেশি। প্রায় ৬৯ লক্ষ মাইল।