বিপ্লব দেবের পদত্যাগ প্রসঙ্গ তুলে নাম না করে মমতাকে কটাক্ষ বিজেপি নেতার

0
66

খাস ডেস্ক: শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এরপর থেকেই রাজনৈতিক দুনিয়ায় আলোচনা ও জল্পনার ঝড় উঠেছে। এই প্রসঙ্গ তুলেই নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। উল্লেখ্য, এর আগেও একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর তৃণমূল সরকারকে নিজের টুইটের মাধ্যমে নিশানা করেছেন তিনি।

আরও পড়ুন: Andrew Symonds: মাঙ্কি গেট থেকে মাদকাসক্তি, বিতর্কের মাঝেও উজ্জ্বল কেরিয়ার

- Advertisement -

রবিবার একটি টুইটে তিনি লেখেন, ‘কোনও কোনও মুখ্যমন্ত্রী ভোটে জিতেও দলের নির্দেশে পদত্যাগ করে… কেউ কেউ আবার ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হতে উপনির্বাচন লড়ে!!’

আরও পড়ুন: বিয়ের একমাস পূর্তিতে আলিয়াকে বিশেষ উপহার রণবীরের

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের মাত্র দশ মাস বাকি। তার আগেই গতকাল রাজ্যপালের কাছে এক লাইনের ইস্তফাপত্র দেন বিপ্লব দেব। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পদত্যাগ তাঁর। এরপরও তিনি দলের হিতের কথা ভেবেই নেতৃত্বের নির্দেশে কাজ করতে চান বলে জানিয়েছেন। অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হন তিনি। হেরে গিয়েও বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। গত বছর ভবানীপুর উপনির্বাচনে লড়ে জয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।