UP Election : জেলবন্দী আজম খানকে প্রার্থী করায় বিজেপির আক্রমণের মুখে পড়ল সমাজবাদী পার্টি 

0
93

আগ্রা : সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশ নির্বাচনে জেলে বন্দী পার্টির নেতা আজম খানকে প্রার্থী করায়, বিজেপি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন দলকে আক্রমণ করেছে এবং এটিকে “জেল ও জামিন” দল হিসেবে চিহ্নিত করেছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া জানতে চেয়েছেন, কী কারণে সমাজবাদী পার্টি রামপুর থেকে আজম খানকে দলীয় টিকিট দিয়েছে।

আরও পড়ুন : UP Election : ভোট গণনার দিন সমাজবাদী পার্টির নাম কি হবে, জানালেন কেশব প্রসাদ মৌর্য 

- Advertisement -

রামপুরের বর্তমান লোকসভার সাংসদ আজম খান, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সময় তাঁর বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলায় ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দী রয়েছেন। ভাটিয়া পরের মাসের ভোটের জন্য খানকে মনোনীত করার জন্য এসপি প্রধানকে নিন্দা করে বলেন  “এমনকি যখন আদালত তাকে জামিন অস্বীকার করেছিল”। তিনি বলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে এসপিকে নিশ্চিহ্ন করা হবে বলে মনে করা হয়েছিল কারণ দলটি “অনাচারের” পক্ষে দাঁড়িয়েছিল।

আরও পড়ুন : Padma Bhushan : “আমাদের গীতশ্রীই ভালো” কেন লিখলেন কবি শ্রীজাত 

“এসপি সরকারের আমলে উত্তরপ্রদেশে অপরাধের হার অনেক বেশি ছিল। আমরা মথুরার জওহরবাগের ঘটনা ভুলতে পারি না। এছাড়া উত্তরপ্রদেশে দাঙ্গা সাধারণ ব্যাপার ছিল। এসপি অপরাধীদের দল। মাফিয়া এবং ডন ব্যবহার করত। নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবতে। এখন, তারা নিয়ন্ত্রণে এবং ভয়ের মধ্যে রয়েছে” ভাটিয়া বলেন। “আগে, উত্তরপ্রদেশ ছিল একটি ‘বিমারু’ (১৯৮০-এর দশকে প্রবর্তিত শব্দ এবং হিন্দি শব্দ ‘বিমার’ অর্থ অসুস্থ) রাজ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখন, এটি ‘উত্তম’ (ভাল) প্রদেশ হয়ে উঠছে” তিনি বলেন। আজম খান সম্প্রতি আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।