ত্রিপুরার ‘ভূমিপুত্রই’ হবেন মুখ্যমন্ত্রী, শাহের ভাষাতেই হুঙ্কার কুণালের

0
39

ত্রিপুরা: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দেওয়ার পর তৃণমূলের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই দিল্লিকে পাখির চোখ রেখেই ধাপে ধাপে এগোতে চাইছে তৃণমূল। যার প্রথম পদক্ষেপ ত্রিপুরার বিধানসভা নির্বাচন। কিন্তু প্রথম পদেক্ষেপেই ঘটেছে গণ্ডোগোল। ত্রিপুরায় প্রশান্ত কিশোরের আইপ্যাকের টিমকে আটকে রাখার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সেখানে গিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিপ্লব গড় থেকেই শাহের ভাষাতেই ত্রিপুরায় তৃণমূলের সরকার গড়ার ডাক দিয়েছেন।

২১ এর নির্বাচনের আগে বাংলায় এসে অমিত শাহ বলেছিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন ‘বাংলার ভূমিপুত্র’। আর সেই ভাষাতেই বিজেপি রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিপ্লব দেবের রাজ্যে পৌঁছে কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘দলের কাজে ত্রিপুরা যাচ্ছি। ত্রিপুরার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ত্রিপুরার কোনও উন্নয়ন হয়নি। তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরায় উন্নয়ন হবে। ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। বিজেপির বিদায় আসন্ন। ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে।”

- Advertisement -

আরও পড়ুন- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্যসভায় একযোগে সাসপেন্ড তৃণমূলের ছ’জন সাংসদ

বিজেপির ছোঁড়া তীর দিয়েই ত্রিপুরায় বিজেপিকে মাত দিয়ে চাইছে তৃণমূল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ত্রিপুরায় সমীক্ষা করতে যাওয়া I-PAC-এর টিমকে ঘরবন্দি করে রাখা প্রতিবাদ জানতেই সেখানে পা পড়েছে বাংলার শাসকদলের শীর্ষ নেতৃত্বের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে I-PAC-এর টিমকে আটকে দিয়ে অজান্তেই বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের প্রবেশের পথকে প্রসস্ত করে দিয়েছে বিজেপি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল গোটা রাজ্যজুড়ে৷ আগরতলায় ছিঁড়ে দেওয়া হয়েছিল তৃণমূলের পতাকা, ব্যানার। কালো পতাকা দেখানো হয়েছিল অভিষেককে। এমনকি রুখে দেওয়া হয়েছিল কনভয়ও। হামলা হয়েছে তাঁর গাড়িতেও। শুধু তাই নয়, বিপ্লব দেবের রাজ্যে আক্রান্ত হয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাও। রাজ্যে পদার্পণ করে এমন বাধার সম্মুখীন হওয়ার পরও হুঙ্কার দিয়েছিলেন অভিষেক। তিনি কথা দিয়েছিলেন যে বিজেপি নেতাদের চেয়ে পাঁচগুন বেশি যাবেন ত্রিপুরায়৷ ত্রিপুরা সফরে তাঁর ওপর হামলার পর থেকে সেই রাজ্যে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূলও।