IND vs ENG : সারাদিন দেখা মিলবে না সূর্যের, খেলা হবে কিনা চিন্তায় সমর্থকরা

0
18

খাস খবর ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ব্লেজার পরে বাইশ গজে টস করতে নামবেন বিরাট কোহলি-জো রুট। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেমে পড়বে বিরাট বাহিনী। তবে খেলা আদৌ হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সংশয়।

আরও পড়ুন, ‘ভারত চারশো কোটি জনসংখ্যার দেশ’, ইমরানের বক্তব্যে হাসির রোল নেটদুনিয়ায়

- Advertisement -

জানা গিয়েছে, আজ সারাদিনই মেঘলা থাকবে নটিংহ্যামের আকাশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মাঝেমধ্যে সূর্য উঁকি দেওয়ার সম্ভাবনা থাকলেও কম আলোর জেরে খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। অর্থাৎ আলোর সমস্যা না হলে খেলায় কোনও বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।

আরও পড়ুন,শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্যসভায় একযোগে সাসপেন্ড তৃণমূলের ছ’জন সাংসদ

এমনিতে ইংল্যান্ডে আবহাওয়া বরাবরই স্যাঁতস্যাঁতে। বছরের এই সময়টায় অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বহু ম্যাচ বাতিলও হয়। কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দেখা গিয়েছিল সেই ছায়া। কিউইদের বিপক্ষে সেই ম্যাচে রিজার্ভ ডে না থাকলে ম্যাচের ফলাফল হয়ত ড্র-ই হত। পাশাপাশি এমনও অনেকে মনে করেন, বারংবার বৃষ্টিজনিত কারণে বিঘ্ন ঘটায় মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে ভারতীয় ব্যাটসম্যানদের। এমনটা না হলে নিশ্চয়ই সেই ম্যাচ জিতত ভারত৷