BREAKING: প্রথম একাদশে নেই অশ্বিন, প্রথম ওভারেই উইকেট পেলেন বুমরাহ

0
40

খাস খবর ডেস্ক: শুরু হয়ে গেল ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। কিছুক্ষণ আগেই টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ইংরেজদের ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পেলেন জসপ্রীত বুমরাহ। ভয়ঙ্কর ইনসুইঙ্গারে ফিরিয়ে দিলেন ওপেনার ররি বার্নসকে।

আরও পড়ুন, ত্রিপুরার ‘ভূমিপুত্রই’ হবেন মুখ্যমন্ত্রী, শাহের ভাষাতেই হুঙ্কার কুণালের
আজ প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে ভারত। দলের বাইরে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁর বদলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুরকে। টিম ম্যানেজমেন্টের মতে, ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতিতে অশ্বিনের স্পিনের ভেলকির চেয়ে বেশি কার্যকর হবে শার্দুলের মাপা বোলিং। তাছাড়া ব্যাট হাতেও দলকে ভরসা জোগাবেন শার্দুল।

- Advertisement -

কিছুদিন আগেই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল হেলমেটে চোট লেগেছিল। মনে করা হচ্ছিল, তাঁর বদলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বঙ্গতনয় অভিমন্যু ঈশ্বরনের। কিন্তু আজ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলেই ভরসা রেখেছেন বিরাট-শাস্ত্রীরা। দলে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা। উল্লেখযোগ্যভাবে আজ সুযোগ পাননি ইশান্ত শর্মা। তাঁর বদলে ইংল্যান্ডে প্রথমবারের জন্য খেলতে নামছেন মহম্মদ সিরাজ৷

আরও পড়ুন, ‘ভারত চারশো কোটি জনসংখ্যার দেশ’, ইমরানের বক্তব্যে হাসির রোল নেটদুনিয়ায়

আজ টসে হারার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘গতবার ইংল্যান্ড এখানে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম। আজ শুরুর দিকেই বেশ ক’টা উইকেট পেলেই আমরা সন্তুষ্ট থাকব।’