Babul vs Anupam: প্লেয়িং ১১-য় খেলতে চাওয়া বাংলার ছেলেটা মাঠের বাইরে, খোঁচা অনুপমের, জবাব দিলেন বাবুলও

"দু’বার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে যে জিতেছে, সে সাংসদ পদ ছাড়ার পরে রাজ্যসভায় কেন যাবে? এটা বোঝার মতো বুদ্ধি তো ওঁর থাকা উচিত। কিন্তু সেটা নেই বলেই উনি অনুপম হাজরা।’’

0
232

কলকাতা: শনিবার রাজ্যসভার আসন অর্থাৎ যেটা অর্পিতা ঘোষ ছেড়ে গিয়েছিলেন সেই স্থানের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিওকে। যিনি কয়েদিন আগেই কলকাতা এসে যোগ দিয়েছিলেন তৃণমূলে। রাজ্যসভার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করার পরেই বাবুল সুপ্রিয়কে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। যদি নাম উল্লেখ করেননি। তবে সেই মন্ত্যব্যের পাল্টা জবাবও দিয়েছেন বাবুল সুপ্রিয়। এখন বাবুল- অনুপমের যুদ্ধ নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

তৃণমূলে যোগ দিয়েই বাবুল সুপ্রিয় বলেছিলেন, তিনি প্লেয়িং ১১-তে খেলতে চান। সেই সুযোগটা তৃণমূল তাঁকে দিয়েছে এই কারণে বিজেপি ছেড়ে দিদির দলে নাম লিখিয়েছেন। কিন্তু শনিবার অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে বাবুলে না না ঘোষণা করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার পরেই ফেসবুক পোস্টে বাবুলকে কটাক্ষ করেছেন অনুপম হাজরা। লিখেছেন, “গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য় খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল। ভারি অন্যায়। তীব্র প্রতিবাদ জানাই।” নাম না নিলেও বাবুলকে উদ্দেশ্য করেই যে এই পোস্ট তা বুঝতে কারও বাকি নেই। তবে ছেড়ে দেওয়া ছেলেও বাবুল নয়। পাল্টা উত্তরও দিয়েছেন তৃণমূল নেতা।

- Advertisement -

 

বিজেপি নেতা অনুপম হাজারর করা মন্তব্যের জবাবে বাবুল লিখেছেন, “অনুপম হাজরার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটা আমার রুচিতে বাধে। তবু ওকে চিনি বলেই বলব। উনি তো অনুব্রত মণ্ডলকে শ্রদ্ধা করেন। তাই একবার অনুব্রত মণ্ডলের পায়ের কাছে বসে রাজনীতির পাঠটা নিয়ে নিন। কারণ, দু’বার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে যে জিতেছে, সে সাংসদ পদ ছাড়ার পরে রাজ্যসভায় কেন যাবে? এটা বোঝার মতো বুদ্ধি তো ওঁর থাকা উচিত। কিন্তু সেটা নেই বলেই উনি অনুপম হাজরা।’’

আরও পড়ুন- Sonu Sood: বড় ঘোষণা, পাঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেতা সোনু সুদের বোন: দল নিয়ে চর্চা তুঙ্গে

প্রসঙ্গত, বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর পদ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বাবুলের পদ নিয়ে রাজনৈতিক মহলের এক এক জন এক এক ধরনের কথা বলছেন। তবে এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনও পদ দেওয়া না হলেও আসন্ন গোয়া নির্বাচনে বাবুলের উপরে দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার আসনে বাবুলকে মনোনীত তৃণমূল না করলেও লোকসভার আসনই দেওয়া হতে পারে বলেই অনেকে মত দিচ্ছেন। কারণ বিজেপি পক্ষ থেকে ছেড়ে দেওয়া আসানসোলের সাংসদ পদ এখন ফাঁকাই রয়েছে। সেখানেও বাবুলকে দেওয়া হবে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। তবে তার আগে রাজ্যসভার আসনে বাবুল নাম ঘোষণা না করায় স্বাভাবিক ভাবেই বিজেপির কটাক্ষের মুখে পড়েছেন বাবুল।