নয়া স্লোগান মেনে নিতে পারছেন না মেরিনার্সরা, আবারও প্রতিবাদ

0
164

খাস খবর ডেস্ক: সমর্থকদের কাছে মোহনবাগান ক্লাব মাতৃসম। আর এই মাতৃসম ক্লাবের অপমানই মেনে নিতে পারে না সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় জুড়ে এমনিতেই মোহনবাগান সমর্থকরা ‘Remove ATK’ প্রতিবাদ চালিয়ে এসেছে। এটিকে নাম এবং নতুন সত্ত্বাবিশিষ্ট দল কিছুতেই মেনে নিতে পারছেন না মেরিনার্সরা। শুধু অফলাইনেই নয় ক্লাবের সামনে জড়ো হয়ে এটিকে এর সঙ্গে মোহনবাগানের #DeMerge এর প্রতিবাদ জানায় মেরিনার্সরা।

তবে ক্লাব সমর্থকদের সেই সব প্রতিবাদকে পাত্তা দেয়নি কর্মকর্তারা। এবার আরও একবার গর্জে উঠল সেই প্রতিবাদ। বলা বাহুল্য, ময়দান তথা সবুজ-মেরুণ ক্লাবের একটি চেনা স্লোগান হল “আমরা কারা? মোহনবাগান”। সম্প্রতি এই চেনা স্লোগান বদলে গিয়ে হয়েছে, “আমরা কারা? সবুজ-মেরুণ”। এই নয়া স্লোগান মেনে নিতে পারছেন না মেরিনার্সরা। সোশ্যাল মিডিয়ায় আরও একবার প্রতিবাদের ঝড়। মোহনবাগান খেলোয়াড়দের মুখেও শোনা যাচ্ছে এই স্লোগান।

- Advertisement -

আরও পড়ুন: গত মরশুমে সবুজ-মেরুণে সেরা, আজ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়ে গর্বিত Arindam Bhattacharya

সোশ্যাল মিডিয়ার পোস্টে মেরিনার্স ফোরাম জানিয়েছে, “আমরা মোহনবাগানীরা এই নব্য স্লোগান, নব্য ক্লাব এবং এদের কার্যকলাপকে দৃপ্তকন্ঠে প্রত্যাখ্যান করি এভাবেই চললে কন্ঠের সঙ্গে কার্যকলাপও তীব্রতর হবে।” মেরিনার্সদের দাবি হল এটিকে নাম থাকায় হারিয়ে যাচ্ছে তাদের মাতৃসম ক্লাবের অস্তিত্ব। ঐতিহ্য খর্ব হচ্ছে সবুজ-মেরুন দলের।