Sonu Sood: বড় ঘোষণা, পাঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেতা সোনু সুদের বোন: দল নিয়ে চর্চা তুঙ্গে

সোনু সুদ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সেই সময় সাংবাদিকদের বলেছিলেন, "কোন রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। এখন পর্যন্ত আমরা রাজনৈতিক কিছু নিয়ে আলোচনা করিনি।"

0
71

চণ্ডীগড়: করোনা আবহে বহু দেশের বহু মানুষের কাছে ঈশ্বরের মত ছিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। প্রকাশ্যে নয় বরং সকলের অলক্ষ্যে থেকেই সাধারণ মানুষের সেবা করে গিয়েছেন। সামাজিক কাজের জন্য বিশ্ব জুড়েই প্রসংশিত হয়েছেন তিনি। এবার অভিনেতা ঘোষণা করেছেন যে আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁর বোন মালবিকা সুদ(Malvika Sood) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন দলের হয়ে সেই বিষয় খোলসা করে জানাননি , তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

রাজধানী চণ্ডীগড় থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে মোগায় একটি সংবাদ সম্মেলনে তাঁর বোনের নির্বাচনে লড়াই করা ঘোষণা করেছেন। কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন সেই নিয়েই গুঞ্জন শুরু হয়েছে কারণ কয়েকদিন আগেই অভিনেতা সোনু সুদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেছিলেন। পাঞ্জাবে কংগ্রেস ও কেজরিওয়ালের আম আদমি পার্টি (APP) অংশগ্রহণ করেছে। তাই আপ নাকি কংগ্রেস কোন দলের হয়েছে মালবিকা সুদ লড়াই করবেন তা নিয়েই চলছে জোর কদমে আলোচনা।

- Advertisement -

এই প্রসঙ্গে বলা ভালো অরবিন্দ কেজরিওয়াল সোনু সুদকে স্কুল ছাত্রদের জন্য “দেশ কা মেন্টরস” প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছিলেন। অর্থাৎ আপের সঙ্গে সোনুর সম্পর্কের কথা সকলেই জানেন। কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎই তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা উস্কে দিয়েছিল। অনেকেই বলছিলেন পাঞ্জাব নির্বাচনে আম আদমি পার্টির হয়ে সোনু পাঞ্জাবে লড়াই করবেন। যদিও তিনি বহু রাজনীতিবিদ এবং দলগুলির দ্বারা সমাদৃত হয়েছেন। তবে অভিনেতা সরাসরি জানিয়েছেন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কিছুই করেননি।

সোনু সুদ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সেই সময় সাংবাদিকদের বলেছিলেন, “কোন রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। এখন পর্যন্ত আমরা রাজনৈতিক কিছু নিয়ে আলোচনা করিনি।” তবে তিনি না লড়লেও তাঁর বোনের নির্বাচনে লড়ার খবর প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে চলছে বিশ্লেষণ। কোন দলের হয়ে লড়বেন তাঁর বোন মালবিকা সুদ এই নিয়েই সরগম পাঞ্জাব সহ দেশের রাজনৈতিক মহল। কারণ জে দলের হয়েই সোনু সুদের বোন লড়াই করুক না কেন প্রভাব পড়বে অনেকটাই।