Covid 19: তৃতীয় ঢেউয়ে বেসামাল এবারে নির্বাচন এবং নেতারা

0
150

সুমনা কাঞ্জিলাল: করোনার তৃতীয় ঢেউয়ের ঝড় প্রবল বেগে ঊর্ধ্বমুখী। এই আবহেই একমাসব্যাপী উত্তরপ্রদেশ এবং আরও পাঁচ রাজ্যে নির্বাচনের ঘোষণা করেছে কমিশন। ১০ ফেব্রুয়ারি থেকে নির্বাচন শুরু। আর ১০ মার্চ ফল ঘোষণা।

আরও পড়ুন: সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মাঝেই বাজারে অমিল প্যারাসিটামল, বিপাকে রোগীরা

- Advertisement -

এদিকে যোগীরাজ্যে নির্বাচনের আগেই বড় ধাক্কা শাসক শিবিরে। কোভিড আক্রান্ত হয়েছেন বরুণ গান্ধী। রবিবার ছিল তাঁর প্রচার। প্রচারকালেই জানতে পারেন তিনি পজিটিভ।

অন্যদিকে, বরুণ শুধু একাই নন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই কোভিড পজিটিভ। এছাড়া আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যিনি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: বাড়ছে উদ্বেগ, রাজ্যে আক্রান্ত শিশুদের প্রায় ৭০ শতাংশ-ই Omicron -র শিকার

সব মিলিয়ে দেশে ধেয়ে আসা তৃতীয় ঢেউয়ে একাধিক উচ্চস্তরের নেতাই এ মুহূর্তে করোনা ভাইরাসের শিকার। এ পরিস্থিতিতে গোটা মাসজুড়ে নির্বাচনের যৌক্তিকতা কতখানি? নির্বাচনের-ই প্রাসঙ্গিকতা কতখানি। প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, রাজ্যে পুর নির্বাচন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতিই বলেছেন, “আগে মানুষের জীবন। তেমন হলে ভোট পরে হবে।”