যাত্রার শুরুতেই অবিজেপি জোটে বড় ফাটল

আশা জুগিয়েও বাংলায় ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছে বিজেপি। বহু বিতর্কের পরেও তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখল করেছে তৃণমূল।

0
167

খাস খবর ডেস্ক: আশা জুগিয়েও বাংলায় ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছে বিজেপি। বহু বিতর্কের পরেও তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখল করেছে তৃণমূল। রাজ্যে বিপুল সাফল্য পেয়ে এবার দিল্লিকে পাখির চোখ করেছেন মমতা। সেই লক্ষ্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে আসীন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন- ধর্মীয় বিভেদ ঘটিয়ে শুভেন্দুরা বাংলা দখলের চেষ্টা করেছিল: ঋতব্রত

- Advertisement -

রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে অবিজেপি ইউপিএ জোটের প্রধান মুখ হতে চলেছেন মমতা। ইউপিএ চেয়ারপার্সন হিসেবেও উঠে আসছে তৃণমূল সুপ্রিমোর নাম। কংগ্রেস-সহ সকল অবিজেপি দলকে সেই জোটে সামিল করার দাবি করেছে তৃণমূল। ২০১৯ লোকসভা ভোটের সময় থেকেই একই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষে ওই বছরের জানুয়ারিতে ব্রিগেডের মাঠে মহাসমাবেশের আয়োজন করেছিল তৃণমূল।

আরও পড়ুন- আরও বড় সঙ্কটে ইস্টবেঙ্গল ক্লাব, সুদীপ্ত সেনের অভিযোগে বিপাকে নিতু সরকার

যদিও সেই সময়েই জোটযাত্রা সফল হয়নি। শুরুতেই তা ভেস্তা যায়। কারণ কংগ্রেস একা লড়াই করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সেই সুযোগে লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পায় বিজেপি। সেই ঘটনার পুরণরাবৃত্তি ঘটতে চলেছে। কারণ কংগ্রেস ফের একবার একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- গঙ্গায় একটানা ১১হাজারেরও বেশি ডুব দিয়ে রেকর্ড গড়লেন তরুণ

আগামী বছরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। ভারতীয় রাজনীতিতে একটা প্রবাদ রেয়েছে যে দিল্লির যাত্রা উত্তরপ্রদেশের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ দিল্লি দখল করার জন্য উত্তরপ্রদেশের ক্ষমতা দখল আবশ্যক। ২০১৭ সালে ওই রাজ্যে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে কংগ্রেস। এই জোট মারাত্মকভাবে ব্যর্থ হয়। সেই স্মৃতি মাথায় রেখে আর জোটের পথে হাঁটতে চাইছে না কংগ্রেস।

হাত শিবিরের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু। তিনি জানিয়েছেন যে সমাজবাদী পার্টির সঙ্গে জোট মানুষ ভালোভাবে নেয়নি। যার কারণে কংগ্রেসকে পরাস্ত হতে হয়েছিল। তাই আর কারণে আর ওই পথে হাঁটতে নারাজ কংগ্রেস। একা লড়াই করেই ফের ক্ষমতা দখল করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির।

আরও পড়ুন- মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সবচেয়ে বেশি আক্রান্ত মহিলারাই: অগ্নিমিত্রা

অজয় কুমার লাল্লুর কথায়, “উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আমাদের কোনও প্রকার জোটের পরিকল্পনা নেই।” যদিও আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থান কী হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। উত্তরপ্রদেশের ফলের উপরেই নির্ভর করে রয়েছে দেশের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি।