গঙ্গায় একটানা ১১হাজারেরও বেশি ডুব দিয়ে রেকর্ড গড়লেন তরুণ

0
362

হাওড়া: পুকুরে বা নদীতে স্নান করার সময়ে জলে মাথা ডোবাতে হয় সকলকেই৷ যাকে বলা হয় ডুব দেওয়া। কিন্তু কখনও কি গুনে দেখেছেন রোজ স্নান করার সময়ে আপনি ঠিক কতগুলি ডুব দিয়েছেন? লাগাতার ডুব দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন হাওড়ার এক তরুণ। চার ঘন্টার কিছু বেশী সময় অনবরত ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে এই বিরল রেকর্ড গড়লেন মুকেশ গুপ্তা৷

আরও পড়ুন: আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের

- Advertisement -

বৃহস্পতিবার সকালে হাওড়ার তেলকল ঘাটে এই রেকর্ড করেন মুকেশ। দিল্লি থেকে আসা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের প্রতিনিধি আনন্দ বেদান্তের সামনেই মাত্র ৪ ঘন্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে তিনি ১১ হাজার ৫০৪টি ডুব দিয়ে রেকর্ড গড়েন। অসাধ্য সাধন করলেন কিভাবে? মুকেশ বলছেন, ‘‘নতুন নতুন রেকর্ড করার ইচ্ছা সব সময় থাকে। একটানা ডুব দেওয়ার রেকর্ড করার ইচ্ছা ছিল। সেইমতো ট্রেনিং নিয়েছিলাম৷ আগামীদিনে আরও রেকর্ড করার ইচ্ছে আছে৷’’

আরও পড়ুন: ভাইরাল ‘তৃণমূলের ঘরের ছেলে’ মুকুল রায়ের শ্রাদ্ধশান্তির ভিডিও

এদিন তেলকল ঘাটের গঙ্গায় ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলেছেন। প্রসঙ্গত, এর আগে এইভাবে এক টানা অনবরত ডুব দিয়ে কেউ রেকর্ড গড়েননি বলে জানাচ্ছেন উদ্যোক্তারা৷ তবে এঅই রেকর্ডের পিছনে রয়েছে মুকেশের অধ্যাবসায় এবং পরিশ্রম৷ মুকেশ বলছেন, ‘‘দেশের মাটিতে বাংলাকে এক নম্বরে পৌঁছে দিতেই আমার এই তৎপরতা৷ এই রেকর্ড করার জন্য জন্য আড়াই মাসের ট্রেনিং নিতে হয়েছিল। বেশিরভাগ সময় জলে থাকতে হয়েছিল অনুশীলনের জন্য।’’

আরও পড়ুন: মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সবচেয়ে বেশি আক্রান্ত মহিলারাই: অগ্নিমিত্রা

এবিষয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি আনন্দ বেদান্ত জানিয়েছেন, ‘‘৪ ঘণ্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে ১১ হাজার ৫০৪টি ডুব দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে মুকেশ গুপ্তা। এদিন সকাল সাতটায় ডুব দিতে শুরু করেছিল। সোয়া ১১টা নাগাদ তিনি ডুব শেষ করেন। একটানা ডোবার রেকর্ড এটাই প্রথম এবং এখনও পর্যন্ত শেষ৷’’