সংবাদপত্রের ভুল খবরে চটলেন দেব

0
260

অর্পিতা দাস: প্রথম সারির সংবাদপত্রে দেবকে নিয়ে ভুল খবর, রেগে গেলেন সাংসদ অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় সে খবর পোস্ট করে দেব লিখেছেন, এমন খবর ছড়ানোর আগে সংবাদপত্রের জেনে নেওয়া উচিত তা ঠিক কিনা। পাশাপাশি এও জানিয়েছেন সেই খবর সম্পূর্ণ ভুল।

প্রথম সারির এক সংবাদপত্রের মাধ্যমে জানা যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর পরিচালনায় এবার অভিনয় করতে চলেছেন দেব, উপরি পাওনা এই ছবিতে দেবের সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। স্বাভাবিকভাবেই এমন খবরে দারুণ খুশি হন দেব অনুরাগীরা। কারণ একথা সত্যি যে বেশ কয়েক বছর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতার রায়ের পরিচালনায় অভিনয় করার কথা ছিল দেবের, সম্ভবত সেই ছবি ছিল সাঁঝবাতি। প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে মতবিরোধের কারণে সেই ছবি আর হয়ে ওঠেনি।

- Advertisement -

যদিও লীনা গঙ্গোপাধ্যায় শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে সাঁঝবাতি। এই বিষয়ে সংবাদপত্রের মাধ্যমে জানানো হয় এবার একসঙ্গে কাজ করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেব। এবং ছবির গল্প নাকি এক চোর ও পুলিশকে নিয়ে। এই খবর সম্পূর্ণ ভুল এবং মিথ্যে- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন অভিনেতা দেব। পাশাপাশি প্রশ্ন তুলেছেন প্রথম সারির এই সংবাদপত্রের দায়িত্ববোধ নিয়ে।

এমন ভিত্তিহীন খবরের মাধ্যমে একেবারেই পাঠকদের বিভ্রান্ত করা উচিত নয়। সেটাই লিখেছেন দেব। তবে প্রথম সারির সংবাদপত্রের এই ভুল ঘটনায় অবাক হয়েছেন অনেকেই। কারণ সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন ঘটনা সামনে আসে পাঠক-পাঠিকাদের। তাই এই ধরনের খবর নিয়ে ভুল তথ্য কিভাবে দিতে পারে এ প্রথম সারির সংবাদপত্র, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন একাধিক মানুষ।