ভোট-পরবর্তী হিংসা ও বোমাবাজির ঘটনায় গ্রেফতার দাপুটে বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা

0
443

খেজুরি: ভোট পরবর্তী হিংসা ছড়ানো ও বোমাবাজি ঘটনায় অবশেষে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার হল দাপুটে বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি বিধানসভা এলাকায়। রবিবার রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে খেজুরি থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতা শুভ্রাংশু শেখর দাস। তার বাড়ি খেজুরি থানার মালদা গ্রামের বাসিন্দা। সোমবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। গ্রেফতার শুভ্রাংশু শেখর দাস খেজুরি বিধানসভায় প্রাক্তন মণ্ডল সভাপতি। বিজেপি নেতা গ্রেফতারের পর তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- স্কুলে স্কুলে ক্যাম্পেনিং, বিনামূল্যেই পড়াশোনার সুযোগ পাবেন শহরের পড়ুয়ারা

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক কিছুদিন আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল খেজুরি বিধানসভায় বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় নাম উঠে আসে খেজুরির বিজেপি নেতা তথা প্রাক্তন মণ্ডল সভাপতি শুভ্রাংশু শেখর দাস সহ বেশ কয়েকজন বিজেপি নেতার। এই ঘটনায় খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে বিজেপি নেতা ফেরাক ছিল বলে পুলিশের দাবি।

এরপর রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ খেজুরি থেকে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারের ঘটনার পর তৃণমূল ও বিজেপি মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে। বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতি গ্রেফতার প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন খেজুরির বিজেপি নেতা তথা কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস কুমার দলাই। তিনি বলেন, “তৃণমূল এখন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি শুরু করেছে। তাই বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতিকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।”

আরও পড়ুন- গরমের ছুটির প্রথম দিনেই স্কুল খোলার দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

বিজেপি তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন খেজুরির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ পার্থপ্রতিম দাস। এপ্রসঙ্গে তিনি বলেন, “দোষ করলে তাকে শাস্তি পেতে হবে। আইন আইনের পথে চলবে। বিজেপির মতন তৃণমূল কংগ্রেস কোনদিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।” কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “পুরনো বোমাবাজি ঘটনায় গ্রেফতারী পরোয়ানা মূলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”