ভুল জায়গায় ডাস্টবিন রাখলে সংসারে আসবে ঘোর অমঙ্গল

বাড়িতে ডাস্টবিন রাখেন কোথায় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বাস্তু বলছে বাড়িতে ডাস্টবিন কোথায় থাকবে তার উপরেও একাধিক বিষয় নির্ভর করে।

0
210

খাস খবর ডেস্ক: বাড়িতে ডাস্টবিন রাখেন কোথায় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আবর্জনা ফেলতে হয় বলে অনেকেই যেখানে সেখানে সেটা রেখে দেন। তেমন গুরুত্ব দেন না ডাস্টবিনের বিষয়ে। কিন্তু বাস্তু বলছে বাড়িতে ডাস্টবিন কোথায় থাকবে তার উপরেও একাধিক বিষয় নির্ভর করে। কোন দিকে ডাস্টবিন রাখবেন বাড়িতে তার দিশা বলে দিচ্ছে নিয়ম।

আরও পড়ুন- শারীরিক অসুস্থতা নিয়ে চরম অর্থকষ্টে রয়েছেন ছোটপর্দার স্বনামধন্য অভিনেত্রী

- Advertisement -

বাড়িতে ডাস্টবিন কোথায় রাখেন বেশিরভাগ বাড়িতেই সবচেয়ে উপক্ষিত বিষয় ডাস্ট। অনেকের বাড়িতেই ডাস্টবিন ঠিক মতো থাকে না। কোনও রকমেএকটি ভাঙা বাতলি অথবা পাত্রে রেখে দেওয়া হয় আবর্জনা। আবার অনেকেই ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করেন না। কোনও টাই কিন্তু সঠিক পদ্ধতি নয়। তাতে এক দিকে যেমন স্বাস্থ্যর ক্ষতি হয় তেমনই আরেক দিকে বাস্তু দোষ তৈরি হয়।

আরও পড়ুন- শ্রীময়ীর পরিবারে দ্বিতীয় বিয়ে- ধারাবাহিক শেষ করার দাবি দর্শকদের

ডাস্টবিন রাখার সঠিক দিশা ডাস্টবিন রাখার সঠিক দিশা বলে দেয় বাস্তু শাস্ত্র। ভুলেও কোনও দিন উত্তর পূর্ব দিকে ডাস্টবিন রাখবেন না। তাহলে ঘোর অমঙ্গল দেখা দেয় পরিবারে। এতে জীবনের অনেক সুযোগ হাতছাড়া হয়। নয়তো সেই সব সুযোগ তাঁদের হাতেই আসেন না। মোটের উপর অমনঙ্গ দেখা দেয় তাঁদের জীবনে। একই ভাবে ঝাঁটাও বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন না। তাহলেই দেখবেন জীবনের অনেক বাধা দূরে চলে যাবে।

আরও পড়ুন- ‘আগে ক্ষমা চেয়ে তৃণমূল করতে হবে’, টিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল বিজেপি

হিটার, মিক্সার কোন দিকে রাখবেন ডাস্টবিনের মতো হিটার-মিক্সার রাখারও দিক আছে। যে সব যন্ত্র থেকে তাপ উৎপন্ন হয় সেগুলি কোনও ভাবেই উত্তর পূর্ব দিকে রাখবেন না। হিটার-মিক্সি মেশিন এগুলো উত্তর পূর্ব দিকে না রাখাই ভাল। চেষ্টা করুন সেটা থেকে যতটা সম্ভব বিরত থাকা যায়।

বাস্তু মেনে কাজ বাস্তু মেনে বাড়িতে জিনিস রাখলেও জীবনে সমৃদ্ধি আসে। শান্তি এবং মঙ্গলময় হয় জীবন।তুলসি গাছ থেকে রান্না করার দিশা সবটাই বাস্তু মেনে করতে নিজের এবং পরিবারের সকলের জীবন সৌভাগ্য ময় হয়।

আরও পড়ুন- এবার একটি চিকনকারি কুর্তি দিয়েই হয়ে উঠুন ফ্যাশনিস্তা কুইন